• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেয়েদের মতো আফ্রিদির আচরণ : সুজন 

  ক্রীড়া ডেস্ক

০৫ জুন ২০২০, ১৯:০৪
করোনা
ছবি : সংগৃহীত

খেলোয়াড়ি জীবন কিংবা চলতি অবসর জীবনে নানা কারণে সবসময় আলোচনায়-সমালোচনায় থাকেন পাকিস্তানের অল-রাউন্ডার শহিদ আফ্রিদি। ভারতের গৌতম গম্ভীরের সঙ্গে তো তার নিয়মিতই ঝগড়া লাগে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে বেশ কয়েক মৌসুম ঢাকা ডায়নামাইটসে আফ্রিদিকে কোচিং করিয়েছেন খালেদ মাহমুদ সুজন। কাছ থেকে দেখেন আফ্রিদি কতটা বর্ণময় চরিত্রের অধিকারী। সুজনের মতে, আফ্রিদির আচরণ মেয়েদর মতো।

কিন্তু কেন এই কথা বললেন সুজন? গতকাল বৃহস্পতিবার রাতে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জির সঙ্গে লাইভে সুজনের কাছে জানতে চাওয়া হয়, কোন খেলোয়াড়কে সামলানো সবচেয়ে কঠিন? উত্তরে তিনি বলেন, 'শহীদ আফ্রিদিকে সামলানো সবচেয়ে কঠিন। মিডিয়াতে সব কথা খোলামেলা ভাবে বলা সম্ভব নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে কৌশলগত সিদ্ধান্তের কারণে তাকে আমরা খুব গুরুত্বপূর্ণ ম্যাচে মিস করেছি।'

সুজন আরও বলেন, 'এমন কিছু ঘটনা হয়েছে... খেলোয়াড়রা একটু যে এমন হয় না এমনটা না। কিন্তু আমরা সবাইকে সামলে নেই। তবে সামলানোর ক্ষেত্রে আফ্রিদিই সবচেয়ে বেশি কঠিন। আমরা অনেক বছর একসঙ্গে খেলেছি, তারপরেও মাঝে মাঝে ওকে আমি বুঝতে পারি না। সে একজন নারীর মতো।’

দেশি খেলোয়াড়দের মধ্যে কাউকে সামলানো কঠিন হয় না বলে জানিয়েছেন সুজন। তবে সাকিব আল হাসানকে টেনে এনে তিনি বলেন, 'অনেকেই এটার উত্তরে সাকিবের কথা ভাবতে পারেন। তবে ওর সঙ্গে আমার বোঝাপড়া দারুণ। দেশি খেলোয়াড়দের মধ্যে সবার সঙ্গেই আসলে ভালো সম্পর্ক। কারও সঙ্গে কখনও মানিয়ে নিতে সমস্যা হয় না।'

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড