• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘ক্লোজড ডোর’ টেস্ট খেলতে যাচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ

  ক্রীড়া ডেস্ক

০৩ জুন ২০২০, ১২:২৩
টেস্ট
‘ক্লোজড ডোর’ টেস্ট খেলবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ (প্রতীকী ছবি)

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ভয়াল তাণ্ডবের প্রভাব পড়েছে ক্রিকেট জগতেও। তবে জুলাইয়ে নিজেদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে ইংল্যান্ড। ম্যাচগুলো ‘ক্লোজড ডোর’ বা দর্শকবিহীন মাঠে হবে বলে জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

দুই দলের প্রথম টেস্ট হবে ৮ জুলাই, সাউদ্যাম্পটনে। পরের দুই টেস্ট হবে ১৬ জুলাই ও ২৪ জুলাই। দুটি ম্যাচই হবে ল্যাঙ্কাশায়ারে।

তবে তৃতীয় ভেন্যু হিসেবে এজবাস্টনকে বেছে নেওয়া হয়েছে। কোনো আকষ্মিক ঘটনায় অন্য দুই ভেন্যুতে ম্যাচ পরিচালনা সম্ভব না হলে সেক্ষেত্রে এজবাস্টনকে বেছে নেওয়া হবে। এ ছাড়াও এই মাঠটি জুলাইয়ের মধ্যে অতিরিক্ত প্রশিক্ষণের জন্যও ব্যবহৃত হবে বলে জানা গেছে।

আরও পড়ুন : করোনায় কোহলিদের মাঠে ফেরাতে বিসিসিআইয়ের বিশেষ পরিকল্পনা

আরও জানা গেছে, ৯ জুন ইংল্যান্ডে পৌঁছানোর কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের। সেখানে পৌঁছানোর পর ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবে তারা। সে সময় ওল্ড ট্রাফোর্ডে ক্যারিবিয়ানদের রাখা হবে এবং তিন সপ্তাহ ধরে সেখানেই অনুশীলন করবেন তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড