• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

দল থেকে বাদ পড়ায় নিজেকে বদলে ফেলেন তামিম

  ক্রীড়া ডেস্ক

০২ জুন ২০২০, ১৭:৪০
তামিম ইকবাল
তামিম ইকবাল

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক তামিম ইকবালের। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর তিনি নিজেকে এমনভাবে মেলে ধরেন যে, নির্বাচকরা তাকে দল থেকে বাদ দেয়ার কথা মাথায় আনতে পারেননি। ক্রিকেটে অসংখ্য রেকর্ড তার দখলে। তামিমই বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যিনি তিন ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন। টেস্টে ডাবল সেঞ্চুরি রয়েছে তার।

যে তামিম ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন, পেয়েছেন ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলের অধিনায়কত্ব, সেই তামিম জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে একবার এইচপি দলে সুযোগ পাননি। আর সেই সুযোগ না পাওয়াটাই বদলে দেয় তামিমকে।

জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর সঙ্গে এক ভিডিওকাস্টে নিজের খেলোয়াড়ি জীবন শুরুর ঘটনা জানিয়েছেন তামিম। সেখানেই উঠে এসেছে ২০০৬ সালে বাদ পড়ার সেই স্মৃতি এবং নিজেকে বদলে ফেলার গল্প। ক্রিকেটার হওয়ার পেছনে নিজের বাবার স্বপ্নের কথাও আরেকবার মনে করিয়ে দিয়েছেন তামিম।

তামিম ইকবাল বলেছেন, ‘আমার বাবা (প্রয়াত ইকবাল খান) সবসময় চাইতেন, আমি যেন ক্রিকেটার হই। সত্যি বলতে, আমি আমার বাবার খুব ঘনিষ্ঠ ছিলাম। এর আগেও অনেকবার বলেছি, আমি আমার বাবার স্বপ্ন পূরণের জন্যই সবকিছু করে যাচ্ছি। আমি ক্রিকেট খেলছি কারণ আমাকে আমার বাবার স্বপ্ন পূরণ করতে হবে। এভাবেই আসলে সবকিছুর শুরু।’

তিনি বলেন, ‘এরপর ধীরে ধীরে অনূর্ধ্ব-১৩, ১৫, ১৭ ও ১৯। আমি সব প্রক্রিয়া অনুসরণ করার চেষ্টা করেছি। ২০০৬ সাল আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তখন আমার বয়স ১৬-১৭ বছর হবে, অনেক বন্ধুবান্ধব। তাদের সঙ্গে আড্ডাবাজির কারণে ক্রিকেট থেকে খানিক দূরে সরে গিয়েছিলাম। এমন না যে বাজে অভ্যাস ছিল কোনো। এমনি কিশোর বয়সে যা হয়, তেমনই করতাম বন্ধুরা মিলে... ঘোরাঘুরি, আড্ডাবাজি- এসব।’

তামিম বলেন, ‘তবে আমি এখনো একবারের জন্যও কোন দল থেকে বাদ পড়িনি। বয়সভিত্তিক হোক কিংবা জাতীয় দল। একবার বাদ পড়েছিলাম, তখন বাংলাদেশে এইচপি দল গঠন করা হয়েছিল। তখন আমি বাদ পড়েছিলাম। এখনও বাদ পড়ার কারণ জানি না অবশ্য। কারণ আমি সেবার ঘরোয়া ক্রিকেটেও বেশ ভালো করেছিলাম।’

টাইগার ওপেনার বলেন, ‘আমি এটা বললাম, কারণ আমার মনে হয় বাদ পড়ার সেই এক মাস আমার পুরো ক্রিকেট জীবনই বদলে দিয়েছে। সেই এইচপি দল পাকিস্তানে একটি সিরিজ খেলতে গিয়েছিল এবং আমরা ছয়জন ঢাকায় রয়ে গেছিলাম। আমাদের দেখার জন্য সেখানে কোচই ছিলেন ১২ জন।’

বর্তমানে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক বলেন, ‘ওই এক মাস খুবই খারাপ লেগেছে। মূল দলের ব্যাটসম্যানরা এসে ব্যাটিং করতো আর আমাদের বসে থাকতে হতো তাদের শেষ হওয়ার জন্য। এসব জিনিস আমার সকল চিন্তাভাবনা বদলে দিয়েছিল। তখন আমি ভালোভাবে ফিরে আসি, ঘরোয়াতে ভালো করি এবং জাতীয় দলে সুযোগ পেয়ে যাই।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড