• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইপিএলের এবারের আসর নিয়ে যা বললেন সৌরভ

  ক্রীড়া ডেস্ক

০২ জুন ২০২০, ১১:৪০
সৌরভ গাঙ্গুলি
সৌরভ গাঙ্গুলি

করোনাভাইরাসের মধ্যেই স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা চলছে। খেলাও আস্তে আস্তে মাঠে গড়াচ্ছে। যদিও ক্রিকেট এখন পর্যন্ত বন্ধই আছে। তবে সামনের দিনগুলোতে মাঠে ফিরবে নিঃসন্দেহে। সেই পরিকল্পনামতোই সব কিছু এগোচ্ছে।

তবে করোনার এই ঝামেলার মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসর আয়োজন করা প্রায় অসম্ভবই মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা এই বৈশ্বিক আসর।

যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যায়, তবে ওই সময়টায় আইপিএল হতে পারে। এখন পর্যন্ত আইপিএলের পক্ষেই জোর বেশি। তবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন নিয়ে এবার হতাশার খবর শোনালেন খোদ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।

সৌরভ বলেন, ‘সামনের দিনগুলোতে কি হবে আমরা কেউই বলতে পারি না। এটা নিয়ে কথা বলা খুব কঠিন। ‌আমরা সব ধরনের অপশন দেখছি। তবে এখনও বলতে পারছি না, কখন আবার ক্রিকেট শুরু হবে।’

আইপিএল আয়োজন হলেও সেটা কি ভারতে হবে নাকি অন্য কোথাও, সেটিও ঠিক করা কঠিন। এই পরিস্থিতিতে কিভাবে কি হবে মাথায় আসছে না সৌরভের।

বিসিসিআই সভাপতি বলেন, ‘যদি শেষ পর্যন্ত আইপিএল হয়ই, কোথায় হবে সেটাও আমরা বলতে পারছি না। ভারত অবশ্যই এই ইভেন্টটা আয়োজন করতে পারতো, যদি পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকতো। কিন্তু এই মুহূর্তে কিছু বলার মতো অবস্থানে নেই আমরা।’

খেলার চেয়ে মানুষের জীবন আগে, এমনটাই মনে করেন সৌরভ। তার ভাষায়, ‘এটা (আইপিএল) নিয়ে কিছু বলা তাড়াহুড়োই হয়ে যাবে। আমরা এখনও আইপিএলের শিডিউল নিয়ে আনুষ্ঠানিক আলোচনায় বসিনি। তবে এটা নির্ভর করবে পরিবেশ কতটা নিরাপদ সেটার ওপর। মানুষের জীবন রক্ষা এবং করোনার এই চক্র ভাঙা আমাদের জন্য এখন বেশি গুরুত্বপূর্ণ।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড