• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

টেস্ট ক্রিকেটে 'কোভিড-১৯ বদলি' খেলোয়াড়ের দাবি 

  ক্রীড়া ডেস্ক

৩০ মে ২০২০, ১৮:২৩
করোনা
ছবি : সংগৃহীত

করোনা পরবর্তী সময়ে কেমন হবে ক্রিকেটের অবস্থা- এ বিষয়ে প্রাথমিক একটা লাইনআপ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসি ক্রিকেট কমিটি সুপারিশ করেছে বদলির ব্যবস্থা না রাখতে। তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) দাবি করেছে, টেস্ট ম্যাচের মাঝপথে যদি কোনো ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হন, তবে তার জন্য বদলি ক্রিকেটার নেওয়ার নিয়ম রাখতে হবে।

ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড় সম্প্রতি প্রশ্ন তুলেছেন, টেস্টের মাঝপথে যদি কেউ আক্রান্ত হন, তখন কী ব্যবস্থা রাখা হবে। এই প্রশ্ন বা কৌতূহল আরও অনেকের। আইসিসি ক্রিকেট কমিটি কিছুদিন আগে সুপারিশ করেছে, একজন আক্রান্ত হলেও ম্যাচ সেখানেই বাদ রেখে ম্যাচে সম্পৃক্ত সবাইকে কোয়ারেন্টিনে রাখতে। এখানেই আপত্তি ইংল্যান্ডের। সবাইকে কোয়ারেন্টিনে পাঠালে তো ম্যাচটাই পণ্ড হয়ে যাবে। এজন্যই তারা 'কোভিড-১৯ বদলি' নিয়ম চালুর দাবি জানিয়েছে।

ইসিবির স্পেশাল অপারেশনস ডিরেক্টর স্টিভ এলওয়ার্দি বলেছেন, 'আমাদের মেডিকেল টিম এই জায়গাগুলি নিয়ে কাজ করছে। এটির একটি অংশ নিশ্চিতভাবেই হবে, কেউ পজিটিভি হলে যত দ্রুত সম্ভব তাকে আলাদা করে ফেলা। প্রতিটি ভেন্যুতে আইসোলেশন কক্ষ গড়ে তুলছি আমরা। আক্রান্তকে দ্রুত সেখানে নেওয়া হবে। আমি জানি, আইসিসির দিক থেকে তারা এখনও কোভিড-১৯ বদলির সম্ভাব্যতা খতিয়ে দেখছে, বিশেষ করে প্লেয়িং কন্ডিশনের পরিবর্তন আনতে হবে (বদলি রাখতে হলে), সেখানে তাই অনেকের একমত হওয়ার প্রয়োজন আছে।'

জীবাণুমুক্ত পরিবেশে মাঠে ক্রিকেট ফেরানোর উদ্যোগ নিয়েছে ইসিবি। আগামী জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করতে চায় তারা। এলওয়ার্দি আরও বলেন, 'কোভিড-১৯ বদলি নিয়ে আলোচনা চলছে। টেস্ট ম্যাচ বা ওয়ানডে, সকালে পরীক্ষা করানো হবে ক্রিকেটারদের, কেউ উতরে গেলে মাঠে নামবে, কেউ পজিটিভ হলে সরিয়ে ফেলা হবে। এটি (বদলি) মূলত টেস্ট ক্রিকেটের জন্যই বিবেচিত হবে। আমরা আশা করছি, জুলাইয়ে টেস্ট সিরিজ শুরুর আগেই এটি নিয়ম করা হবে।'

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড