• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিদেশের মাটিতে প্রথমবার গোলাপি বলের টেস্ট খেলবে ভারত

  ক্রীড়া ডেস্ক

২৮ মে ২০২০, ২২:৩৬
করোনা
ছবি : সংগৃহীত

ইতোমধ্যে একটি গোলাপি বলের অর্থাৎ দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলেছে ভারত। সেটি ছিল গত নভেম্বরে কলকাতায় বাংলাদেশের বিপক্ষে। এবার বিদেশের মাটিতেও প্রথমবারের মত গোলাপি বলে টেস্ট খেলবে ভারত। আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টটি গোলাপি বলে খেলবে বিরাট কোহলির দল। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) প্রধান নির্বাহি কেভিন রবার্টস আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ২০২০-২১ মৌসুমে গ্রীস্মের সূচি ঘোষণা করেছেন।

ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্টের আগে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেটিও দিবা-রাত্রির টেস্ট। পার্থে আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে টেস্টটি। এরপর ৩ ডিসেম্বর থেকে ব্রিসবেনে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে। ১১ ডিসেম্বর অ্যাডিলেডে হবে দিবা-রাত্রির টেস্টটি। ২৬ ডিসেম্বর মেলবোর্নে বক্সিং ডে টেস্ট এবং ৩ জানুয়ারি সিডনিতে হবে সফরের চতুর্থ ও শেষ টেস্ট।

অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনের চাহিদা অনুযায়ী সিরিজ শুরুর ভেন্যু নির্ধারণ করেছে সিএ। পাইন চেয়েছিলেন, ব্রিসবেনে হোক সিরিজের প্রথম টেস্ট। এর কারণ হলো, ব্রিসবেনে অস্ট্রেলিয়ার রেকর্ড দুর্দান্ত। সেই ১৯৮৮ থেকে আজ পর্যন্ত ব্রিসবেনে কোনও টেস্ট হারেনি অস্ট্রেলিয়া। আবার ভারত এখানে ৬ টি টেস্ট খেলে একটিতে ড্র করেছে এবং পাঁচটিতে হেরেছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৭টি গোলাপি বলে টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। সবগুলোই জিতেছে তারা। গতবার অস্ট্রেলিয়া সফরে গোলাপি বলে টেস্ট খেলতে রাজি হয়নি ভারত।

আগামী ডিসেম্বরে ভারতকে আতিথেয়তা দিতে অনেক পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া। সব ধরনের সুরক্ষা বলয় তৈরির পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়া অস্ট্রেলিয়া সফরে গেলে ভারতের খেলোয়াড়দের ১৪ দিনের কোয়ারেন্টাইনেও থাকতে হতে পারে ।

অস্ট্রেলিয়া সফরে আফগানিস্তানের সূচি : ২১-২৫ নভেম্বর : একমাত্র টেস্ট (দিবারাত্রি), পার্থ

অস্ট্রেলিয়া সফরে ভারতের সূচি : ৩-৭ ডিসেম্বর : প্রথম টেস্ট, ব্রিসবেন ১১-১৫ ডিসেম্বর : দ্বিতীয় টেস্ট (দিবারাত্রি), অ্যাডিলেড ২৬-৩০ ডিসেম্বর : তৃতীয় টেস্ট, মেলবোর্ন ৩-৭ জানুয়ারি : চতুর্থ টেস্ট, সিডনি

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড