• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘ক্রিকেটকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে আইসিসি’

  ক্রীড়া ডেস্ক

২৭ মে ২০২০, ১৪:২৫
শোয়েব আখতার
পাকিস্তান ক্রিকেট দলের সাবেক গতিতারকা শোয়েব আখতার (ছবি : সংগৃহীত)

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক গতিতারকা শোয়েব আখতারের মতে, গত দশ বছর ধরে ধীরে ধীরে ক্রিকেটকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে আইসিসি। করোনা ভাইরাসের লকডাউনে বসে ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

শোয়েবের মতে, টি-টোয়েন্টি ক্রিকেটের অধিক প্রচলের কারণে এখন ফাস্ট বোলাররা বোলিং করছেন ধীরে আর স্পিনারদের গতি বাড়ছে আগের চেয়ে বেশি। যে কারণে এখন আর শোয়েব আখতার-শচিন টেন্ডুলকারের মতো বিখ্যাত দ্বৈরথ দেখা যায় বলে মনে করেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

শোয়েব বলেছেন, ‘আপনি স্পষ্টভাবে একটা কথা বলি? তারা (আইসিসি) ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে। আমি সরাসরিই বলছি, গত ১০ বছরে তারা ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে। আমি বলবো, খুব ভালো করেছেন, যেমনটা ভেবেছিলেন, ঠিক তেমনটাই করতে পেরেছেন।’

আরও পড়ুন : ১৫ বছর পূর্তিতে ফাউন্ডেশন গড়ার ঘোষণা দিলেন মুশফিক

পাকিস্তানের এই সাবেক পেসার আইসিসিরি পরিবর্তিত নিয়মগুলো নিয়ে প্রশ্ন তুলে আরও বলেন, ‘আমি বারবার বলছি ওভারে বাউন্সারের নিয়মটা (প্রতি ওভারে সর্বোচ্চ ১টি) বদলানো উচিৎ। কারণ আপনি এখন দুই নতুন বল দিয়ে খেলেন এবং মাত্র চারজন ফিল্ডার থাকে বাইরে। আপনি আইসিসিকেই জিজ্ঞেস করুন, গত ১০ বছরে ক্রিকেটের মান বেড়েছে নাকি কমেছে। এখন শচিন-শোয়েবের সেই দ্বৈরথটা কই?’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড