• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাতীয় দলের 'প্রধান রাধুনী' মুশফিক!

  ক্রীড়া ডেস্ক

২৫ মে ২০২০, ০৯:৫০
মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম (ছবি : সংগৃহীত)

ব্যাট হাতে মুশফিকুর রহিম বাংলাদেশ দলে 'মি. ডিপেন্ডেবল' নামে পরিচিত। উইকেটের সামনে-পেছনে এমনিতেই তাকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। মাঠের বাইরেও তার জন্য বরাদ্দ থাকে আরেকটি 'গুরুত্বপূর্ণ দায়িত্ব'। রান্না করা। কোনো সিরিজে ক্রিকেটাররা যখন আয়োজন করে নিজেরা রান্না করেন, সেখানে নাকি মুশফিকই থাকেন মূল রাঁধুনি।

গত শনিবার তামিম ইকাবলের শেষ লাইভে এই মজার তথ্যটি জানা গেছে। মুশফিক তো এক পর্যায়ে বলেন, 'আজ কি তুই (তামিম) আমারে পচানোর জন্য লাইভে আনছস?'

আড্ডার এক পর্যায়ে তামিম জানালেন তাদের রান্নার এই আয়োজনের কথা। তিনি বলেন, 'একটা ব্যাপার আমরা সবাই উপভোগ করেছি সবসময়। আমাদের দলের একটা কালচার আছে, যখন আমরা দেশের বাইরে খেলতে যাই এবং যদি সুযোগ-সুবিধা পাই, তাহলে একদিন আমরা নিজেরা রান্না করি। খিচুরি, ডিম, মুরগি… এসব। এমনিতে পটু ভাই (ইমরুল কায়েস) আমাদের হেড শেফ। তবে এখন হেড শেফ মুশফিক। বিভিন্ন ধরনের খাওয়া রান্না করা হয়।'

ইমরুল কায়েস অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন, তাই রান্নার দায়িত্বট চেপেছে মুশফিকের ওপর। মুশফিক এজন্য নিজের স্ত্রী ও তামিমকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'বাইরে গেলে, বিশেষ করে এক-দেড় মাসের সফরে একটা সময় আমাদের বিরক্তি পেয়ে বসে। বাইরের খাওয়া তো আর বাসার মতো হয় না। এটার একটা বড় কৃতিত্ব তোকে দিতে হয়। কারণ সবকিছুর উদ্যোক্তা লাগে। বাজার করা, কে কীভাবে করবে, রান্নাঘর ঠিক করা, সব তো তুই গুছিয়ে দিস।'

মুশফিক আরও বলেন, 'আমি আসলে খুব বেশি পারি না। আমার স্ত্রীর সাহায্য কাজে লাগে। ও হোয়াটস অ্যাপে সব লিস্ট পাঠায় আর বলে দেয় যে এটার পর ওটা দিতে হবে। ওভাবে করে যতটুকু পারি। সবশেষ আমরা মনে হয় করেছিলাম শ্রীলঙ্কায়।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড