• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওয়ানডেতে কোহলি নয় শচীনকেই এগিয়ে রাখছেন গম্ভীর 

  ক্রীড়া ডেস্ক

২১ মে ২০২০, ২১:২৯
করোনা
ছবি : সংগৃহীত

বিরাট কোহলিকে বলা হয় ‘রান মেশিন’। ভারত অধিনায়ক ধারাবাহিকতায় অনন্য। যেভাবে রান করে চলেছেন আর রেকর্ড ভেঙে চলেছেন, তাতে এক সময় ক্রিকেটের প্রায় সব রেকর্ডের পাশে তার নাম থাকবে বলেই মনে করেন অনেকে। শচীন টেন্ডুলকারের সঙ্গে তো তুলনা করা হচ্ছে বেশ আগে থেকেই। তবে ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর ওয়ানডেতে এই দুইয়ের তুলনায় সেরা হিসেবে বেছে নিলেন শচীনকেই।

২০১৩ সালে অবসরে যাওয়ার আগে ৪৬৩ ওয়ানডে খেলে ১৮৪২৬ রান করেন শচীন। ৪৪.৮৩ গড়, সেঞ্চুরি ৪৯টি। আর কোহলি এখন পর্যন্ত ২৪৮ ওয়ানডেতে ৫৯.৩৩ গড়ে করেছেন ১১৮৬৭। সেঞ্চুরি ৪৩টি। অর্থাৎ ম্যাচ সংখ্যায় হয়তো শচীনের রান হয়তো অনেক আগেই পেরিয়ে যাবেন কোহলি। সেঞ্চুরির সংখ্যাতেও প্রায় ছুঁয়ে ফেলেছেন।

এরপরও গম্ভীর শচীনকে বেছে নিচ্ছেন। কারণ হিসেবে বলছেন, ‘সাদা বলের ক্রিকেটে ৩০ গজ সার্কেলের বাইরে ৫জন নয়, যদি ভিতরে ৪জন ফিল্ডার থাকেন, তাহলে আমার পছন্দ শচীন। কোহলি দুর্দান্তভাবে রান করে যাচ্ছে। এটা খুবই কঠিন। কিন্তু আমি মনেকরি ক্রিকেটে নিয়ম অনেক বদলেছে, যা নতুন ব্যাটারদের অনেক সহযোগিতা করছে।’

সম্প্রতি শচীনের সঙ্গে কোহলির তুলনায় আপত্তির কথা জানিয়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। তার যুক্তিও গম্ভীরের মতোই, ‘ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কঠিন যুগে ব্যাট করতে হয়েছিল শচীনকে। সে যদি এখনকার সময়ে খেলার সুযোগ পেত, তাহলে ১ লাখ ৩০ হাজার রান করত। তাই শচীন ও কোহলির মধ্যে তুলনা করা ঠিক নয়।’

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড