• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রিকেটারদের ৫ লাখ ডলার মেরে দিয়েছে উইন্ডিজ বোর্ড! 

  ক্রীড়া ডেস্ক

২১ মে ২০২০, ১৭:৫২
করোনা
মাইকেল হোল্ডিং (ছবি : সংগৃহীত)

নানা সমস্যায় জর্জরিত উইন্ডিজ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আনলেন দেশটির কিংবদন্তি পেসার মাইকেল হোল্ডিং। ৬ বছর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পাঁচ লাখ মার্কিন ডলার অনুদান দেওয়া হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে। সেই অর্থ কোথায় গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন হোল্ডিং। তার অভিযোগ, বোর্ডের কর্মকর্তারা এই টাকাটা ক্রিকেটের উন্নয়নে ব্যয় না করে পুরোটাই মেরে দিয়েছে!

একটি ইউটিউব শোতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের অডিট রিপোর্ট তুলে ধরে হোল্ডিং নানা দুর্নীতির অভিযোগ এনেছেন। ক্যারিবিয়ান ক্রিকেটের স্বর্ণযুগের এই পেসার বলেছেন, '২০১৩-১৪ মৌসুমে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পাঁচ লাখ ডলার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে অনুদান হিসেবে দেওয়া হয়েছিল। যা বোর্ডের খরচ করার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটারদের পিছনে। কিন্তু সেটা কি হয়েছে?'

তিনি আরও বলেন, 'আমি নিজে একজন সাবেক ক্রিকেটার। আমার কোনো কিছুর প্রয়োজন নেই। কিন্তু আমি অনেক সাবেক ক্রিকেটারকে জানি, যারা ওই পাঁচ লাখ ডলারের থেকে একটা পয়সা পায়নি। যদি সাবেক ক্রিকেটারদের জন্য বোর্ড কিছু করত, তাহলে এত দিনে এই নিয়ে বিশাল হইচই শুরু হতো। তাহলে ওই পাঁচ লাখ ডলার কোথায় গেল? অডিট রিপোর্ট কেন প্রকাশ্যে আনা হয়নি? অপেক্ষা করুন। দর্শকদের খুব তাড়াতাড়ি আমি সব জানাব।'

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড