• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিলামে রেফারি তৈয়ব বাবুর জার্সি

  ক্রীড়া ডেস্ক

২৬ এপ্রিল ২০২০, ১৩:৩০
তৈয়ব হাসান বাবু
ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু (ছবি : সংগৃহীত)

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু নিজের ঐতিহাসিক যে জার্সিটি নিলামে বিক্রির ঘোষণা দিয়েছিলেন, তার ভিত্তিমূল্য ২ লাখ টাকা।

শেখ তানজিম কামাল তমাল নামের সাতক্ষীরার এক তরুণ ব্যবসায়ী জার্সিটি ২ লাখ টাকায় কেনার ঘোষণা দিয়েছেন। সাতক্ষীরা থেকে সকালে জাগো নিউজকে জানিয়েছেন রেফারি তৈয়ব হাসান বাবু।

সাবেক এ রেফারি নিলামে দিচ্ছেন ২০১৩ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিেপের ফাইনাল পরিচালনা করা জার্সিটি। ভারত ও আফগানিস্তানের মধ্যেকার ফাইনাল ম্যাচটিতে বাঁশি বাজিয়েছিলেন তিনি।

বাংলাদেশের তৈয়ব হাসান বাবুই দক্ষিণ এশিয়ার একমাত্র রেফারি যিনি সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ পরিচালনা করেছেন।

তিনি ঐ ফাইনালের জার্সিটি নিলামে তুলতে চান। এ জার্সি বিক্রি করে পাওয়া অর্থ করোনা আক্রান্তদের সহায়তায় প্রদান করবেন বলে জাগো নিউজকে জানিয়েছেন বাংলাদেশের রেফারিদের মধ্যে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনাকারী সাতক্ষীরার এ রেফারি।

আরও পড়ুন : আগে স্কুল-কলেজ খুলুন, তারপর ক্রিকেট : কপিল দেব

ঘরোয়া ফুটবলে দীর্ঘদিন বাঁশি বাজানোর পাশাপাশি তৈয়ব হাসান বাবু বহু আন্তর্জাতিক ম্যাচ সুনাম ও দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন। বিশ্বকাপ বাছাই, অলিম্পিক বাছাইসহ অনেক আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করে বিশ্ব ফুটবলে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছেন সাতক্ষীরার এ রেফারি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড