• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর অনিশ্চিত

  ক্রীড়া ডেস্ক

০৩ এপ্রিল ২০২০, ১৬:৫৭
সফর অনিশ্চিত
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর অনিশ্চিত (ছবি : সংগৃহীত)

করোনা পরিস্থিতিতে নিউজিল্যান্ড ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এমনকি সেটি বাতিলও হয়ে যেতে পারে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) প্রধান ডেভিড হোয়াইট এমন ইঙ্গিত দিয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) অকল্যান্ডে সাংবাদিকদের তিনি জানান, করোনাজনিত কারণে আসছে শীতকালীন মৌসুমে নিউজিল্যান্ডের নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফর ‘মারাত্মক অনিশ্চয়তায়’ পড়েছে। সংশয় দেখা দিয়েছে আগামী আগস্টে বাংলাদেশ সফর নিয়েও।

হোয়াইট বলেন, খেলাধুলা সংশ্লিষ্ট সবার জন্যই এ অবস্থা হতাশাজনক। তবে ছবিটা আরও বৃহৎ দৃষ্টিতে দেখতে হবে। কোভিড-১৯ বৈশ্বিক প্রাদুর্ভাবে পরিণত হয়েছে। শুধু আমাদের নিজেদের লোকজনের দিকে তাকালে হবে না, সবার মঙ্গল দেখতে হবে। সমগ্র বিশ্ববাসীর যাতে কল্যাণ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে বৃহৎ স্বার্থটাই মুখ্য।

কিউই বোর্ডপ্রধানের ভাষ্যমতে, নিউজিল্যান্ড ক্রিকেট অনেকটাই ভাগ্যবান। কারণ সংকট শুরু হওয়ার সময় আমরা আমাদের গ্রীষ্মকালীন সূচির একেবারে অন্তিমলগ্নে ছিলাম। এখন সারা দেশে পুরোদমে লকডাউন চলছে। স্মরণে রাখতে হবে, আমাদের ক্রিকেট সম্প্রদায়ও সমস্যার মুখোমুখি হচ্ছে।

নিউজিল্যান্ডেও বিষাক্ত ছোবল বসিয়েছে করোনা। প্রাণঘাতী এ ভাইরাসে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে; মৃতের সংখ্যা একজন। এর থাবায় অন্যান্য দেশের মতো সেখানেও সব ধরনের খেলাধুলা বন্ধ রয়েছে।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড