• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মোদির ফান্ডে গম্ভীরের ১ কোটি রুপি  

  ক্রীড়া ডেস্ক

৩০ মার্চ ২০২০, ১৭:৪৮
নরেন্দ্র মোদি
গৌতম গম্ভীর ও নরেন্দ্র মোদি (ছবি : সংগৃহীত)

করোনাভাইরাস মোকাবেলায় ১ কোটি ৬২ লাখ রুপি সহায়তা দিয়েছেন ভারতের তিন ক্রিকেটার। তারা হলেন গৌতম গম্ভীর, সুরেশ রায়না ও অজিঙ্কা রাহানে। তার মধ্যে দলের সাবেক বাঁহাতি ওপেনার গম্ভীর একাই দিয়েছেন ১ কোটি রুপি।

গম্ভীর ১ কোটি রুপির পুরোটাই ভারতীয় প্রধানমন্ত্রীর 'কেয়ারস ফান্ডে' দান করেছেন। নিজের সংসদীয় এলাকা ডেভেলপমেন্ট স্কিম থেকে এ অর্থ দিয়েছেন বিজেপি সাংসদ।

রায়না দিয়েছেন ৫২ লাখ রুপি। তবে পুরোটাই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেননি তিনি। ৩১ লাখ রুপি দিয়েছেন এ ফান্ডে। বাকি ২১ লাখ রুপি দান করেছেন উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।

প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে রবিবার আরেকটা ডোনেশন পেয়েছে ভারত। করোনা যুদ্ধে দেশটির মহারাষ্ট্র চিফ মিনিস্টারের ত্রাণ তহবিলে ১০ লাখ রুপি দিয়েছেন রাহানে।

তবে এ ত্রয়ীর মধ্যে রায়নার অর্থ দান প্রশংসা কুড়িয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। টুইটবার্তায় তিনি বলেন, দ্যাটস অ্যা ব্রিলিয়ান্ট ফিফটি।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড