• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার করোনা আক্রান্তদের পাশে বিসিবি

  ক্রীড়া ডেস্ক

২৫ মার্চ ২০২০, ২১:৪৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ড
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (ছবি : সংগৃহীত)

মহামারি করোনা ভাইরাসে আক্রান্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। এবার আক্রান্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় বিসিবির এই উদ্যোগের কথা গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির শীর্ষ দুই কর্মকর্তা।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ তথ্য নিশ্চিত করেন। তারা দুজন জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড করোনা সংকট মোকাবিলায় দেশ ও জাতির সেবার জন্য সরকারের পাশে দাঁড়াতে চায় এবং দাঁড়াবে।

জালাল ইউনুস বলেন, ‘দেশের করোনা সংকটে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা বোর্ডের পক্ষ থেকে যতটা সম্ভব করব। তবে বিসিবি ঠিক কত টাকা দেবে? এ মুহূর্তে তা বলতে পারছি না। সেটা আমরা নিজেরা কথা বলে ঠিক করে নেব।’

নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘বোর্ড অবশ্যই করোনা মোকাবিলায় সম্ভাব্য সব রকম সহযোগিতা করবে। তবে কীভাবে করবে? নগদ অর্থ দিয়ে না অন্য কোনোভাবে? সেটাই খুঁটিয়ে দেখা হচ্ছে।’

বিসিবি সিইও আরও জানান, করোনা ভাইরাস অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় যে, ত্রাণকার্য পরিচালনার জন্য হয় ত্রাণসামগ্রী না হয় নগদ অর্থ দেয়া যাবে। বোর্ডের পক্ষ থেকে সরকারের সাথে কথা বলা হচ্ছে, ইতোমধ্যে সরকারের সঙ্গে কথা হয়েছেও এবং আলোচনা হচ্ছে। আমরা সরকারের সাথে কথা বলেই ঠিক করবো কীভাবে করোনা সংকটে বিসিবি ভূমিকা রাখতে পারে।’

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড