• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার বন্ধ হলো রোমান সানাদের ক্যাম্প

  ক্রীড়া ডেস্ক

২৪ মার্চ ২০২০, ২৩:১৫
আর্চারির ক্যাম্প
আর্চারির ক্যাম্প (ছবি : সংগৃহীত)

ভয়াবহ এক দুর্যোগময় সময় কাটাচ্ছে বিশ্ব। করোনা ভাইরাস এখন বৈশ্বিক মহামারিতে পরিণত হয়েছে। বিশ্বজুড়ে প্রতিনিয়তই বাড়ছে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসের প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে। স্থগিত হয়ে গেছে বিভিন্ন টুর্নামেন্ট ও সিরিজ। করোনার প্রভাবে দেশে সব ধরনের খেলা ও অনুশীলন বন্ধ থাকলেও চলছিল শুধু আর্চারির ক্যাম্প।

মূলত টোকিও অলিম্পিককে সামনে রেখে রোমান সানাদের প্রস্তুতি চলছিল। কিন্তু সেই ক্যাম্পও বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত ক্যাম্প বন্ধ থাকবে। করোনা ভাইরাসের ব্যাপকতা বাড়ায় ‘রাষ্ট্রীয় প্রয়োজনে’ প্রস্তুতির ভেন্যু টঙ্গীর শহীদ আহসানউল্লাহ স্টেডিয়াম ছেড়ে দিতে হয়েছে রোমানদের। আজই আর্চারদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ জানিয়েছেন, ‘রাষ্ট্রীয় স্বার্থে আমরা ক্যাম্প ছেড়ে দিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলে তখন আবার ক্যাম্প শুরু করা যাবে।’

ক্যাম্প ছাড়া আর্চারদের বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্বও নিয়েছেন তারা, ‘সব আর্চারকে আমরা বিশেষ ব্যবস্থাপনায় যার যার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। আমাদের ছেলেমেয়েরা খুব শৃঙ্খল। আশা করছি, তারা নিজেদের সুরক্ষা করতে পারবে।’

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড