• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবশেষে পেছাল অলিম্পিক গেমস

  ক্রীড়া ডেস্ক

২৪ মার্চ ২০২০, ০৫:২৯
টোকিও অলিম্পিক
টোকিও অলিম্পিক (ছবি: সংগৃহীত)

করোনা আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। বিশ্বের ১৯২টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে এ প্রাণঘাতী ভাইরাস। করোনা আতঙ্কে স্থবির হয়ে পড়েছে জনজীবন।

বিশ্বের এমন ভয়াবহ পরিস্থিতিতেও আসন্ন গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের ব্যাপারে অনড় ছিল জাপান। তবে অবশেষে পিছিয়ে দেওয়া হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক গেমস।

২০২১ সাল পর্যন্ত স্থগিত হতে যাচ্ছে অলম্পিক। সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য ডিক পাউন্ড।

পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে পাউন্ড বলেছেন, ‘আইওসির কাছে যে তথ্য রয়েছে তাতে করে এটা বলা যায় যে টোকিও অলিম্পিক পেছানোর সিদ্ধান্ত হয়ে আছে। যদিও এটা এখনো নিশ্চিত হয়নি। তবে আমি যতটুকু জানি যে অলিম্পিক গেমস ২৪ জুলাই শুরু হচ্ছে না। পেছানোর সিদ্ধান্ত দ্রুতই আসবে। আমরা টোকিও অলিম্পিক গেমস পেছাচ্ছি।’

উল্লেখ্য, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) সোমবার (২৩ মার্চ) পর্যন্ত এক দিনে ১ হাজার ৫৯৭ জনের প্রাণহানি ঘটেছে। এতে মোট মৃতের সংখ্যা ১৪ হাজার ৬৪৭ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৮ হাজার ৬২৭ জন।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড