• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘এখন যৌবন যার, বাসায় থাকার শ্রেষ্ঠ সময় তার’

  ক্রীড়া ডেস্ক

২৩ মার্চ ২০২০, ১৩:০২
মাশরাফি বিন মর্তুজা
মাশরাফি বিন মর্তুজা (ছবি: সংগৃহীত)

বিশ্বজুড়ে ভয়ংকর রূপ ধারণ করেছে মহামারি করোনা ভাইরাস। এ ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বজুড়ে ১৪ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

বাংলাদেশও বাঁচতে পারেনি প্রাণঘাতী করোনার হাত থেকে। দেশে এ পর্যন্ত ২৭ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া প্রাণ হারিয়েছে দুইজন।

করোনার এমন ভয়ংকর পরিস্থিতিতে থমকে গেছে ক্রীড়াঙ্গন। বন্ধ হয়ে গেছে দেশের সব ধরনের ক্রিকেট। দেশকে বাঁচাতে, দেশের মানুষকে সচেতন করতে সরব হয়েছেন ক্রিকেটাররা।

সাকিব-তামিমের পর এবার দেশের মানুষকে সচেতন করতে ফেসবুকে পোস্ট দিয়েছেন মাশরাফিও। সোমবার (২৩ মার্চ) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তিনি লেখেন, ‘এখন যৌবন যার, বাসায় থাকার শ্রেষ্ঠ সময় তার। এখন যৌবন যার, দেশকে বাঁচানোর তার শ্রেষ্ঠ সময়। বাসায় থাকুন, নিরাপদে থাকুন।’

উল্লেখ্য, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) সোমবার (২৩ মার্চ) সকাল পর্যন্ত এক দিনে ১ হাজার ৫৯৭ জনের প্রাণহানি ঘটেছে। এতে মোট মৃতের সংখ্যা ১৪ হাজার ৬৪৭ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৮ হাজার ৬২৭ জন।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড