• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

পিসিবির সঙ্গে দ্বন্দ্বে জড়ালেন হাফিজ

  ক্রীড়া ডেস্ক

২৩ মার্চ ২০২০, ০৮:৫০
মোহাম্মদ হাফিজ
মোহাম্মদ হাফিজ (ছবি: সংগৃহীত)

ক্রিকেটারদের দুর্নীতির বিরুদ্ধে প্রায়ই সরব হন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। বেশ কিছুদিন আগে নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরেন ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ হওয়া আমির। এ পেসারের আবারও জাতীয় দলে ফেরা নিয়ে প্রশ্ন তুলেছিলেন হাফিজ, এমনকি তার সঙ্গে খেলতেও অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি।

আবারও দুর্নীতির দায়ে নিষিদ্ধ হওয়া ক্রিকেটারের ক্রিকেটে ফেরা নিয়ে মন্তব্য করেছেন হাফিজ। আর তাতেই বোর্ডের বিরাগভাজন হয়েছেন এ ক্রিকেটার। হাফিজের মন্তব্যে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান ক্ষুব্ধ প্রতিক্রিয়াও দেখিয়েছেন।

২০১৭ সালে ফিক্সিংয়ের সঙ্গে জড়িয়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ হন পাক ক্রিকেটার শারজিল খান। তবে হঠাৎ শর্তহীন ক্ষমা চাওয়ায় শিথিল হয় শারজিলের শাস্তি। এছাড়া পাকিস্তান সুপার লিগের এবারের আসরেও খেলার সুযোগ পান শারজিল। টুর্নামেন্টে করাচি কিংসের হয়ে খেলেন তিনি।

শারজিলের প্রতি পিসিবির এমন নমনীয় আচরণের বিরুদ্ধে সরব হয়েছেন হাফিজ। সম্প্রতি টুইটারে একটি প্রশ্নের জবাবে হাফিজ লেখেন, ‘পাকিস্তানকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে আমাদের কি দারুণ প্রতিভাবান কিছুর চেয়ে সম্মান এবং মর্যাদাকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়?’

হাফিজের এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘কোনটা সঠিক, কোনটা বেঠিক- এসব মতামত দেওয়ার চেয়ে নিজের ক্রিকেটের প্রতি মন দিলেই ভালো করবেন আপনি।’

এছাড়া হাফিজসহ ক্রিকেটারদের নীতি নির্ধারণী বিষয়ে মন্তব্য না করতে বলেছেন ওয়াসিম খান। তিনি বলেন, ‘বর্তমান খেলোয়াড়দের অবশ্যই সোশ্যাল মিডিয়ায় এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকা উচিত। অন্য কোনো খেলোয়াড়ের সমালোচনা করা কিংবা কোনো নীতি নির্ধারণী বিষয়ে কথা বলাও উচিত নয়।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড