• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেঁচেই যদি না থাকি, ক্রিকেট দিয়ে কী হবে?

  ক্রীড়া ডেস্ক

২২ মার্চ ২০২০, ২৩:১৩
সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল
সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল (ছবি : সংগৃহীত)

ভয়াবহ এক দুর্যোগময় সময় কাটাচ্ছে বিশ্ব। করোনা ভাইরাস এখন বৈশ্বিক মহামারিতে পরিণত হয়েছে। বিশ্বজুড়ে প্রতিনিয়তই বাড়ছে এ ভাইরাসের আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসের প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে। স্থগিত হয়ে গেছে বিভিন্ন টুর্নামেন্ট ও সিরিজ।

মহামারি এই ভাইরাস প্রসঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল বলেন, করোনা ভাইরাসের প্রভাব পুরো বিশ্বে। সবকিছুর আগে বেঁচে থাকা। বেঁচেই যদি না থাকি, তাহলে ক্রিকেট দিয়ে কী হবে? সবার আগে জীবন।

আশরাফুলের মতোই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ। তিনি লেখেন, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। করোনার সংক্রমণ থেকে বাঁচতে বাড়িতে থাকুন।

বাংলাদেশ দলের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সম্প্রতি এক ভিডিও বার্তায় সচেতনতামূলক বার্তা দিয়ে বলেন, করোনা ভাইরাসের সঙ্গে জিততে হলে আমাদের সবাইকে একসঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সবাই দায়িত্ব পালন করলে আমরা এ লড়াইয়ে জিতব ইনশাআল্লাহ।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড