• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা মোকাবিলায় অসহায়দের পাশে ‘আফ্রিদি ফাউন্ডেশন’

  ক্রীড়া ডেস্ক

২২ মার্চ ২০২০, ১৫:২৭
আফ্রিদি
অসহায়দের জন্য কাজ করছে আফ্রিদি ফাউন্ডেশন (ছবি: সংগৃহীত)

ভয়ংকর করোনাকে ঠেকাতে মাঠে নেমেছে সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদি। বর্তমান পরিস্থিতিতে নিজ দেশের অসহায় মানুষদের সাহায্যে কাজ করছে আফ্রিদির ফাউন্ডেশন।

বিশ্বজুড়ে ভয়ংকর রুপ ধারণ করেছে মহামারি করোনা। এ ভাইরাসের কারণে বিশ্ব যেন মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। পাকিস্তানেও দিন দিন ভংয়কর হয়ে উঠছে এ ভাইরাস। দেশটিতে এ পর্যন্ত ৬৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া প্রাণ হারিয়েছে এ পর্যন্ত তিনজন।

আফ্রিদিকে প্রায়ই অসহায় ও দুস্থদের পাশে দাঁড়াতে দেখা যায়। এমনকি মানবিক কাজ করতে তিনি খুলেছেন ‘আফ্রিদি ফাউন্ডেশন’। এবার তার এ ফাউন্ডেশন এগিয়ে এলো নিজ দেশের চরম বিপর্যয়ে। করোনা মোকাবিলায় কাজ করছে এ ফাউন্ডেশন। সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টি ছাড়াও, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় অতীব জরুরি জিনিসপত্রও সরবরাহ করছে আফ্রিদি ফাউন্ডেশন।

করোনা মোকাবিলায় কাজ করার কথা নিজেই জানিয়েছেন আফ্রিদি। এ ব্যাপারে বিস্তারিত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি।

আফ্রিদি লেখেন, ‘মহামারি কোভিড-১৯-এর এই সময়ে আমাদের সকলের দায়িত্ব একে অপরকে সাহায্য করা এবং অনগ্রসর মানুষদের কথা মাথায় রাখা। সচেতনতা সৃষ্টি, সতর্কতামূলক তথ্য দেওয়ার মাধ্যমে কোভিড-১৯-এর বিপক্ষে লড়ার জন্য আমি-আমার কাজটা করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘শহিদ আফ্রিদি ফাউন্ডেশন এখন মন দিয়েছে স্বাস্থ্য বিষয়ক মিশনে। এরই মধ্যে অনেক জায়গায় হ্যান্ড স্যানিটাইজার স্থাপন করা হয়েছে। এছাড়া জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানান নির্দেশনা দেওয়া হছে। করোনা ভাইরাসের উপসর্গ বা সন্দেহভাজনদের রাখার জন্য একটি আইসোলেশন ওয়ার্ডও খোলা হয়েছে।’

এছাড়া সবাইকে বাড়িতে নিরাপদ থাকার আহ্বান জানিয়ে আফ্রিদি বলেন, ‘আমাদের ফাউন্ডেশনের ‘নটআউট থাকার আশা’ মিশনটি চালিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা জীবিকা হারানো প্রত্যেককে প্রয়োজনীয় খাদ্যদ্রব্যাদি দিয়েছি। যাতে করে এ সময়টায় তারা টিকে থাকতে পারে। আমি সবাইকে অনুরোধ করব নিজেদের যত্ন নিতে এবং বাড়িতেই নিরাপদ থাকতে।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড