• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা : সাহায্যের হাত বাড়ালেন লেভানডোস্কি

  ক্রীড়া ডেস্ক

২২ মার্চ ২০২০, ১৪:০৪
রবার্ট লেভানডোস্কি
রবার্ট লেভানডোস্কি (ছবি : সংগৃহীত)

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) থাবা পড়েছে জার্মানিতেও। জন হপকিন্স ইউনিভার্সিটির প্রকাশিত তথ্য অনুযায়ী দেশে এখন পর্যন্ত ২১ হাজার ৮২৮ জন আক্রান্ত হয়েছে করোনায়, মৃত্যু হয়েছে ৭৫ জনের।

প্রাণঘাতী এ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড রবার্ট লেভানডোস্কি ও তার স্ত্রী আনা।

শুক্রবার (২০ মার্চ) লেভানডোস্কির দুই ক্লাব সতীর্থ লিওন গোরেত্কা ও কিমিচ উইকি করোনা হ্যাশট্যাগে একটি ক্যাম্পেইন চালু করেন। তার অংশ হিসেবে জার্মানির এই দুই ফুটবলার পাঁচ লাখ ইউরো করে দান করেন।

তাদের সঙ্গে যোগ দিয়ে লেভানডোস্কি ও তার স্ত্রী ১০ লাখ ইউরো দান করলেন। পোল্যান্ডের এ ফরোয়ার্ড বলেন, ‘আজ, আমরা সবাই এক দলে খেলছি। এই লড়াইয়ে সবাই শক্তিশালী হয়ে উঠুন। যদি কাউকে আমরা সাহায্য করতে পারি, তাহলে চলুন করি। এই পরিস্থিতির প্রভাব আমাদের সবার ওপর পড়ছে এবং এ কারণে আমরা আপনাদের সবাইকে বিজ্ঞদের নির্দেশনা মেনে চলার আহ্বান করছি। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করেন।’

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড