• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশাল অঙ্কের ক্ষতির মুখে পিসিবি

  ক্রীড়া ডেস্ক

২২ মার্চ ২০২০, ১১:২৯
পাকিস্তান ক্রিকেট দল
পাকিস্তান ক্রিকেট দল (ছবি: সংগৃহীত)

করোনা আতঙ্কে থমকে গেছে বিশ্ব। প্রাণঘাতী এ ভাইরাসের আতঙ্কে ক্রীড়াঙ্গনও থমকে গেছে। পুরো বিশ্বে সব ধরনের ক্রীড়া ইভেন্টই বন্ধ হয়ে গেছে।

আন্তর্জাতিক ও ঘরোয়া লিগসহ সব ধরনের ক্রিকেট স্থগিত হয়ে গেছে। এছাড়া ভবিষ্যতের বেশ কিছু সিরিজ ও টুর্নামেন্টও বাতিল হয়ে গেছে। আর তাতে বিরাট অঙ্কের ক্ষতির মুখে পড়তে হচ্ছে ক্রিকেট বোর্ডগুলোকে।

বিরাট ক্ষতির মুখে পড়তে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও (পিসিবি)। পিসিবির ক্ষতির পরিমাণটা একটু বেশিই। প্রায় দুইশ মিলিয়ন পাকিস্তানি রুপি ক্ষতির মুখে পড়তে হবে পিসিবিকে।

করোনার কারণে শেষ হওয়ার আগেই থেমে গেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টুর্নামেন্টটির দুটি সেমিফাইনাল ও ফাইনাল স্থগিত করা হয়েছে। এছাড়া পিছিয়ে দেওয়া হয় বাংলাদেশ দলের তৃতীয় দফার পাকিস্তান সফরও।

শুধু পিএসএল স্থগিত হওয়ায় অন্তত দুইশ মিলিয়ন পাকিস্তানি রুপি ক্ষতি হবে বলে আশঙ্কা করছে পিসিবি। এছাড়া বাংলাদেশ সিরিজ স্থগিত হওয়ায় আরও ৩-৪ মিলিয়ন রুপি ক্ষতির মুখে পড়বে তারা।

তবে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খানের আশা, এ ক্ষতি পুষিয়ে ফেলবে তারা। ওয়াসিম খানের মতে, আপাতত এত বড় অঙ্কের ক্ষতি হলেও, আগামী ১২-১৪ মাসের মধ্যেই এটা পুষিয়ে দিতে পারবে বোর্ড।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড