• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ তামিমের

  ক্রীড়া ডেস্ক

২২ মার্চ ২০২০, ১০:২৮
তামিম ইকবাল
তামিম ইকবাল (ছবি: সংগৃহীত)

বিশ্বজুড়ে ভয়ংকর রূপ ধারণ করেছে মহামারি করোনা ভাইরাস। এ ভাইরাসে বিশ্বজুড়ে ১৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

বাংলাদেশও বাঁচতে পারেনি প্রাণঘাতী করোনার হাত থেকে। দেশে ২৪ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া প্রাণ হারিয়েছে দুইজন।

করোনার এমন ভয়ংকর পরিস্থিতিতে থমকে গেছে ক্রীড়াঙ্গন। বন্ধ হয়ে গেছে দেশের সব ধরনের ক্রিকেট। দেশকে বাঁচাতে, দেশের মানুষকে সচেতন করতে সরব হয়েছেন ক্রিকেটাররা। বাংলাদেশের নবনিযুক্ত ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও দেশবাসীকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন, সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এক ভিডিও বার্তায় তামিম বলেন, ‘করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে সবাইকে সাবধান ও সতর্ক থাকতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে দুটি ব্যাপার খুব গুরুত্বপূর্ণ। প্রথমত সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে; নিয়ম মেনে বারবার হাত ধুতে হবে; চোখ, মুখ, নাকে হাত দেওয়া যাবে না। দ্বিতীয়ত সামাজিক দূরত্ব বজায় রাখা।’

তিনি আরও বলেন, ‘করোনা ভাইরাসের বিপক্ষে জিততে হলে আমাদের সবাইকে একসাথে দায়িত্ব পালন করতে হবে। খুব প্রয়োজন না হলে বাসার বাইরে না যাওয়া, ভিড় থেকে দূরে থাকা আর বিভিন্ন অনুষ্ঠান এড়িয়ে চলা উচিত।’

পরিবার ও দেশের জন্য স্যাক্রিফাইস করার অনুরোধ জানিয়ে তামিম যোগ করেন, ‘আমাদের নিজের জন্য, পরিবারের জন্য আর দেশের জন্য কিছু স্যাক্রিফাইস করতে হবে। বয়স্কদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে।’

এছাড়া প্রবাসীদের কোয়ারেন্টিনে থাকার অনুরোধ জানিয়েছেন তামিম। তিনি বলেন, ‘প্রবাসী যারা দেশে ফিরেছেন তাদের অনুরোধ করব- তারা যেন সব নিয়ম মেনে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকেন।’

মানুষকে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়ে তামিম বলেন, ‘কেউ মিথ্যা বা গুজব ছড়াবেন না, গুজবে কানও দেবেন না। আমি ও আমার পরিবার সব নিয়ম মেনে চলার চেষ্টা করছি। সবাই দায়িত্ব পালন করলে আমরা এই লড়াইয়ে জিতব, ইনশাআল্লাহ্‌।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড