• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ বাতিলের শঙ্কা

  ক্রীড়া ডেস্ক

০৪ মার্চ ২০২০, ১৩:১৭
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ
বিশ্বকাপ ট্রফি (ছবি : সংগৃহীত)

কুয়েত ও নেপালের বিপক্ষে চলতি মাসে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়ার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) সোমবার (২ মার্চ) জানিয়েছে মার্চ ও জুনের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো নিয়ে তারা দ্রুতই ফিফার সঙ্গে সভায় বসবে।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে এএফসি জানিয়েছে বেশ কয়েকটি জাতীয় দলই ম্যাচ আয়োজন কিংবা অন্য দেশে গিয়ে এই ম্যাচগুলো খেলতে অনীহা প্রকাশ করেছে। স্বাস্থ্য ও ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞার বিষয়টি এখানে মুখ্য হয়ে দেখা দিচ্ছে।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আগামী ২৬ মার্চ পার্থে কুয়েতকে আতিথ্য দেওয়ার পাশাপাশি ৩১ মার্চ নেপালের বিপক্ষে খেলতে কাঠমান্ডুতে যাবার কথা রয়েছে অস্ট্রেলিয়ার।

আরও পড়ুন : এবার আইপিএলে করোনা আতঙ্ক

এরপর জুনে তাইওয়ান ও জর্ডানের বিপক্ষে ঘরের মাঠে বাছাইপর্বের ম্যাচের মাধ্যমে প্রথম পর্ব শেষ করবে সকারুজরা। চার ম্যাচের চারটিতেই জয়ী হয়ে বর্তমানে বাছাইপর্বে গ্রুপের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড