• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

হেরে রিয়ালকে ‘বাজে’ বললেন পিকে

  ক্রীড়া ডেস্ক

০২ মার্চ ২০২০, ১৫:৫৯
জেরার্ড পিকে ও ভিনিসিয়াস জুনিয়র
জেরার্ড পিকে ও ভিনিসিয়াস জুনিয়র (ছবি: সংগৃহীত)

দীর্ঘ ছয় বছরের অপেক্ষার অবসান ঘটেছে রিয়াল মাদ্রিদের। লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সর্বশেষ এল ক্লাসিকো জিতেছিল ২০১৪ সালে। ছয় বছর পর রবিবার (১ মার্চ) রাতে লিগে মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়েছে জিদানের শিষ্যরা।

সর্বশেষ সাত এল ক্লাসিকোতে জয় বঞ্চিত ছিল রিয়াল। সাত ম্যাচ পর বার্সাকে তারা শুধু হারায়নি, বার্সার কাছ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও ছিনিয়ে নিয়েছে।

বহু প্রতিক্ষিত এক জয় পেয়েছে রিয়াল। অথচ বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে বলেছেন, এটিই তার দেখা সবচেয়ে বাজে রিয়াল। তিনি অবশ্য রিয়ালের খেলার ধরনের সমালোচনা করে এ মন্তব্য করেছেন। ম্যাচের প্রথমার্ধে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলে রিয়াল।

প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ বার্সার কাছেই ছিল। তবে রিয়ালের জমাট রক্ষণভাগের কারণে বেশ কয়েকবার আক্রমণে গিয়েও বার্সা গোলবঞ্চিত থাকে। এরপর দ্বিতীয়ার্ধে খেলার ধরনে পরিবর্তন আনেন জিদান। দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণ করে রিয়াল। আর তাতে সুফলও পায় দলটি। ৭২ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র ও অতিরিক্ত সময়ে মারিয়ানো দিয়াজ গোল দিলে ২-০ গোলের জয় পায় স্বাগতিকরা।

হারের পর ম্যাচে রিয়ালের রক্ষণাত্মক মনোভাবের সমালোচনা করে পিকে বলেন, ‘প্রথমার্ধে বার্নাব্যুতে আমি সবচেয়ে বাজে রিয়াল মাদ্রিদকে দেখেছি। তবে দ্বিতীয়ার্ধে তারা আমাদের পেছনে ঠেলে দেয়।’

তিনি আরও বলেন, ‘আমি রিয়ালের সমালোচনা করে বলছি না। দুদলেরই সমস্যা ছিল। তবে আমরা কিছুটা ভালো খেলেছি। ম্যাচে আমাদের কর্তৃত্ব দেখাতে পেরেছি। প্রথমার্ধে গোল করার সুযোগ পেয়েছি। তারা আমাদের থামাতে দেয়াল তুলেছিল।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড