• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবশেষে হারল লিভারপুল

  ক্রীড়া ডেস্ক

০১ মার্চ ২০২০, ১১:৫৩
ইংলিশ প্রিমিয়ার লিগ
লিভারপুলকে হারিয়েছে ওয়াটফোর্ড (ছবি : সংগৃহীত)

হার কী তাই যেন ভুলে গিয়েছিল লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে গত দেড় বছরে লিভারপুলকে হারাতে পারেনি কেউই। ম্যাচের হিসাবে টানা ৪৪ ম্যাচ ধরে অপরাজিত ছিল তারা।

অবশেষে ওয়াটফোর্ডের মাঠে ৩-০ গোলে হারের কষ্ট পেল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। এবারের মৌসুমে লিগে টানা ২৭ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম হেরে গেছে রেড শিবির। ২৮ ম্যাচ শেষে ৭৯ পয়েন্ট সংগ্রহ করেছে রেডরা। শিরোপা জয়ের পথে লিভারপুলের ধারে কাছে নেই কেউ। শেষ ১০ ম্যাচে ৪টিতে জিতলেই নিশ্চিত হবে তাদের লিগ শিরোপা।

আরও পড়ুন :-রিয়াল-বার্সার শতবর্ষী এল ক্লাসিকোতে যত রোমাঞ্চ

লিগে সর্বশেষ ১৮ ম্যাচের সবকটিই জিতে নিয়েছিল লিভারপুল। ওয়াটফোর্ডের বিপক্ষে জিতলেই ইংলিশ ফুটবলের শীর্ষ টুর্নামেন্টে টানা সর্বাধিক ম্যাচ জয়ের রেকর্ড গড়তে পারত ক্লপের শিষ্যরা। তবে ওয়াটফোর্ড হোম গ্রাউন্ডে প্রথম থেকে দাপট দেখায়। প্রথমার্ধ গোলশূন্যতে কাটলেও বিরতির পর ৫৪তম ও ৬০তম মিনিটে গোল করেন ইসমাইল সার।

৭২ মিনিটে রেডদের জালে তৃতীয়বার বল জড়ান ট্রয় ডিনি। মূল্যবান ৩ পয়েন্ট কেড়ে নিয়ে রেলিগেশন থেকে উপরে উঠেছে ওয়াটফোর্ড। ফলে পয়েন্ট টেবিলে ২৭ পয়েন্ট নিয়ে বোর্নমাউথকে টপকে ১৬তম স্থানে উঠল তারা।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড