• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তান যেতে আপত্তি নেই মাশরাফির 

  ক্রীড়া প্রতিবেদক

২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৫
মাশরাফি বিন মর্তুজা
মাশরাফি বিন মর্তুজা (ছবি: সংগৃহীত)

দীর্ঘ সাত মাসেরও বেশি সময় পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ওয়ানডে খেলতে মাঠে নামছে বাংলাদেশ। এ সিরিজ পর বাংলাদেশ পরবর্তী ওয়ানডে খেলবে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে। টেস্টে চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টের আগে একটি মাত্র ওয়ানডে খেলবে তারা।

বিশ্বকাপের পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জিম্বাবুয়ে সিরিজ শুরু হওয়ার আগের দিন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন মাশরাফি। জাতীয় দএল্র জার্সিতে শুধুই ওয়ানডে খেলা মাশরাফি একমাত্র ওয়ানডে খেলতে পাকিস্তান যাবেন কিনা এমন প্রশ্ন উঠেছে সংবাদ সম্মেলনে। উত্তরে মাশরাফি জানিয়েছেন, দলের প্রয়োজনে যেকোনো জায়গায় খেলতে রাজী তিনি।

সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘সত্যি কথা বলতে কী, এই সিরিজের পর কী হবে জানি না। তবে বাংলাদেশ দলের প্রয়োজনে যেকোনো জায়গায় ডাকলে আমি থাকব।’

নিরাপত্তা ইস্যুতে বোর্ডের সিদ্ধান্তে আস্থা আছে বলেও জানান মাশরাফি। এ বোলিং অলরাউন্ডার বলেন, ‘ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক। ক্রিকেট বোর্ড আমাদের কথা একবার, দুইবার, তিনবার না, দশবার ভেবে সিদ্ধান্ত নেবে, এটাই আমি প্রত্যাশা করি। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত সব সময় চূড়ান্ত ভাবা উচিত। পাকিস্তান সফরে কোনো ক্রিকেটারের যেন কিছু না হয়, তা বোর্ড নিশ্চিত করবে।’

আরও পড়ুন- নেতৃত্ব দিতে প্রস্তুত মুশফিক

এর আগে দুই দফায় পাকিস্তান সফরে গিয়েছে টাইগাররা। অন্যান্য ক্রিকেটাররা গেলেও নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান যাননি মুশফিকুর রহীম। এ উইকেটরক্ষক ব্যাটসম্যানের পাকিস্তান না যাওয়ার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে মাশরাফি। তিনি বলেন, ‘এটা একেকজনের ওপর নির্ভর করে। মুশফিক যায়নি, আমার শতভাগ সম্মান আছে তার সিদ্ধান্তে। ক্রিকেট বোর্ড থেকেই সে সুযোগ করে দিয়েছে, যদি কেউ না যেতে চায়, তাহলে যাবে না। দল নির্বাচনের সময় যখন ম্যানেজমেন্ট বা নির্বাচকেরা বসবেন, তখন আগে তো জিজ্ঞেস করবে, কে যেতে চায় আর কে যেতে চায় না। আমাকে যদি তখন দলে নেয়, তাদের সঙ্গে আমি আলোচনা করব।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড