• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রিয়াল-বার্সার শতবর্ষী এল ক্লাসিকোতে যত রোমাঞ্চ

  ক্রীড়া ডেস্ক

২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৬
এল ক্লাসিকো
এল ক্লাসিকোতে বার্সেলোনা-রিয়াল লড়াই (ছবি : সংগৃহীত)

আবারও ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচ এল ক্লাসিকোতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। আগামীকাল সান্তিয়াগো বার্নাব্যুতে (রবিবার, ০১ মার্চ) বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। রিয়াল মাদ্রিদের সামনে ক্লাবের ১১৮তম প্রতিষ্ঠাবাষির্কীর আগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে এগিয়ে যাওয়ার সুযোগ। প্রথম লেগে ন্যু ক্যাম্পে গোলশূন্য ড্র করে দুই দল।

এল ক্লাসিকোর আগেই জমে উঠেছে লা লিগার শিরোপা দৌড়। গত দুই ম্যাচে রিয়াল না জিততে পারায় বার্সেলোনা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে। আর প্রতিদ্বন্দ্বী রিয়াল দুই পয়েন্টে পিছিয়ে গেছে। ২৫ ম্যাচ শেষে ৫৫ পয়েন্ট মেসিদের আর রিয়ালের সংগ্রহ ৫৩ পয়েন্ট। শিরোপা দৌড়ে রিয়াল-বার্সার ধারের কাছে নেই অন্যরা। তৃতীয় স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদের সংগ্রহ ৪৩ পয়েন্ট। দুই মৌসুম পর আবারো এল ক্লাসিকোর মাধ্যমে নিষ্পত্তি হতে যাচ্ছে লা লিগার ভাগ্য।

ঘরের মাঠ বার্নাব্যুতে সবশেষ এলক্লাসিকোতে রিয়াল জেতে ২০১৭ সালে। সেবার স্প্যানিশ সুপার কাপে জয় পেয়েছিল তারা। ফলে জিদানের সামনে বার্সেলোনার বর্তমান পারফরম্যান্স বেশ চ্যালেঞ্জিং। নানা রেকর্ড ও রোমাঞ্চ ছড়িয়ে আছে এল ক্লাসিকোর শতবর্ষী লড়াইয়ে। এসবই এখানে তুলে ধরা হলো:-

হ্যাটট্রিক : এল ক্লাসিকোতে এ পর্যন্ত ২৮টি হ্যাটট্রিক হয়েছে। আর চারজন খেলোয়াড় দুইবার হ্যাটট্রিক করেছেন। সান্তিয়াগো বার্নাব্যু, জেইম লাজকানো ও ফেরেঙ্ক পুসকাস করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। আর বার্সেলোনার হয়ে এ কীর্তি লিওনেল মেসির। রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদোর এ রেকর্ড নেই। কারণ রিয়ালের জার্সিতে সবশেষ ১৯৯৫ সালে এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করেন ইভান জামোরানো।

বার্সা এগিয়ে : সব ধরনের প্রতিযোগিতা মিলে ২৭৭তম বারের মতো মুখোমুখি হবে বার্সা-রিয়াল। এতে মাদ্রিদের ৯৯ জয়ের বিপরীতে বার্সার জয় ১১৫টি। তবে লা লিগায় দুই দল এখন সমতায় আছে। দুই দলেরই জয় ৭২টি করে।

বড় জয় : ১৯৪৩ সালে রিয়াল মাদ্রিদের বিতর্কিত ১১-১ গোলের জয় এখনো রেকর্ডে লেখা রয়েছে। তবে সামরিক শক্তি খাটানোর প্রতিবাদে সেদিন বার্সেলোনার খেলোয়াড়েরা নাকি মাঠে দাঁড়িয়ে ছিলেন। এ ছাড়া লিগে ১৯৩৫ সালে বার্সেলোনাকে ৮-২ ব্যবধানে হারিয়েছিল রিয়াল। আর বার্সেলোনা প্রতিশোধ হিসেবে ১৯৫০ সালে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৭-২ গোলে হারায়।

গোল সংখ্যায় মেসি : এল ক্লাসিকোতে গোলের রেকর্ডে মেসি অনেক এগিয়ে। ২৬ টি গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। দ্বিতীয় সর্বোচ্চ হিসেবে ১৮টি গোল করেন রিয়ালের আলফ্রেডো ডি স্টেফানো ও ক্রিশ্চিয়ানো রোনালদো।

টানা জয় : টানা পাঁচটি এল ক্লাসিকো জয়ের রেকর্ড গড়েছিলেন বার্সার সাবেক বস পেপ গার্দিওলা। ২০০৮ থেকে ২০১০ সালে এ কীর্তি গড়েন তিনি। অপরদিকে, ১৯৬২ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত টানা সাত এল ক্লাসিকোতে জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছিল রিয়াল। টানা গোল করার রেকর্ডেও বার্সেলোনা এগিয়ে আছে। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা ২৪ ম্যাচে গোল পেয়েছে কাতালানরা।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড