• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুজিববর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে অনিশ্চিত কোহলিরা

  ক্রীড়া ডেস্ক

২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২১
এশিয়া একাদশ-বিশ্ব একাদশ
এশিয়া একাদশে ভারতীয় তারকারা (ছবি : সংগৃহীত)

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার দুটি টি-টুয়েন্টি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ১৮ ও ২১ মার্চ এ দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এশিয়া একাদশে বিরাট কোহলিসহ ৪ জন ভারতীয় ক্রিকেটারের নাম প্রকাশিত হয়েছে। তবে তাদের খেলা নিয়ে রয়েছে শঙ্কা।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গত সপ্তাহে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে সম্ভাব্য এশিয়া একাদশের স্কোয়াডে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিসহ লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, ঋষভ পান্ত, কুলদীপ যাদব ও মোহাম্মদ শামির নাম বলেছিলেন। তবে বিসিসিআইয়ের দাবি অনুযায়ী, এশিয়া একাদশের হয়ে মাঠে নামা এখনো নিশ্চিত নয় কোহলি-পান্তদের।

বিসিসিআই জানিয়েছে, ভারতের কোনো ক্রিকেটারকে প্রীতি ম্যাচের জন্য এখনো চূড়ান্ত করেনি দেশটির বোর্ড। এ ব্যাপারে বার্তা সংস্থা পিটিআইকে বিসিসিআই-এর সূত্র জানায়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের কাছে পছন্দ অনুযায়ী ১০ জন ক্রিকেটারের নাম পাঠিয়েছে, আমরা ৫ জন ক্রিকেটারকে পাঠাব। তবে এখনো আমরা কোনো নাম চূড়ান্ত করিনি। খেলার ধকল কতটা তা নির্ণয় করতে অধিনায়কসহ সব খেলোয়াড়ের ফিটনেস টেস্ট করানো হবে। এরপর আমরা নাম চূড়ান্ত করব।’

আরও পড়ুন :-বিয়ে করে ফেঁসে যাচ্ছেন সৌম্য!

এ দিকে, ভারতীয় কোচ রবি শাস্ত্রী জানান, এশিয়া একাদশে কোহলিসহ অন্য ক্রিকেটারদের অংশগ্রহণ তাদের ফিটনেস ও ব্যক্তিগত মতামতের উপর নির্ভর করে। কোহলিরা টানা ক্রিকেটের ধকল না নিতে পারলে তাদের সিদ্ধান্ত বোর্ডকে জানানোর তাগিদও দিয়েছেন শাস্ত্রী।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড