• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবসর নিয়ে খেপেছেন মাশরাফি

  ক্রীড়া ডেস্ক

২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৩
মাশরাফি বিন মর্তুজা
জাতীয় দলের অধিনায়ক মাশরাফি (ছবি : সংগৃহীত)

দীর্ঘ ১৫ মাস পর দেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঘরের মাঠে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটেই বাংলাদেশ ওয়ানডে খেলে। আবারও এই ভেন্যুতে আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে মাশরাফিরা।

এবারের ওয়ানডে সিরিজের সবচেয়ে আলোচিত ব্যাপার টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নানা জল্পনা-কল্পনার পর ওয়ানডে স্কোয়াডে নাম লেখালেন মাশরাফি। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে মোটামুটি হতাশ হয়েছেন তিনি। মাশরাফিকে জবাব দিতে হয়েছে ফর্ম ও দলে কয়দিন থাকবেন এ ব্যাপারে। এতে ক্ষিপ্ত হয়ে মাশরাফি বলেন, ‘আত্মসম্মান বিসর্জন দিতে ক্রিকেট খেলি না। আমি তো চুরি করিনি। পারফর্ম না করলে সমালোচনা হবে, সেটাই স্বাভাবিক।’

আরও পড়ুন :-ভারতকে কোণঠাসায় রেখে কিউইদের দিন পার

বিশ্বকাপের পর প্রথম মাঠে নামবে মাশরাফি। স্বাভাবিকভাবে তার উদ্দেশে প্রশ্ন ছোঁড়া হয় দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সিতে ফিরে ছন্দে থাকবেন কি না। জবাবে মাশরাফি বলেন, ‘সবাই খেলার মধ্যে ছিল। যার যার দায়িত্ব সবাই জানে। দীর্ঘ দিন পর ওয়ানডে হলেও কোনো সমস্যা হবে না। কেউ নিশ্চয়তা দিতে পারে না পারফর্ম করার। আমিও পারব না, নিজেকে আর প্রমাণ করার কিছু নেই।’

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড