• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বহুল আলোচিত বাফুফের নির্বাচনের তারিখ ঘোষণা

  ক্রীড়া ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৫
বাফুফে
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও সহসভাপতি বাদল রায় (ছবি : সংগৃহীত)

ফুটবল মাঠে বর্তমানে বাংলাদেশের সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী। তারপরেও নানা আলোচিত-সমালোচিত কাণ্ডের কারণে সবসময়ই আলোচনায় থাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নির্বাচনের বছর সে আলোচনা-সমালোচনা বেড়ে যায় আরও কয়েকগুণ।

চার বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবলের অভিভাবক সংস্থা বাফুফের নির্বাচন। আগেই জানা গিয়েছে, নির্বাচনে প্রার্থী হচ্ছেন কারা। এবার জানা গেল নির্বাচনের তারিখও। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বাফুফে। আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে সংস্থাটির নির্বাচন। নির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ২০ এপ্রিল চার বছরের জন্য নতুন নির্বাহী কমিটির সদস্যদের বেছে নিতে ভোট দিবেন কাউন্সিলররা। একই দিন মতিঝিলের বাফুফে ভবনে সংস্থার সাধারণ সভাও অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা নাটক। দীর্ঘদিন ধরে বাফুফের সভাপতি পদে নির্বাচন করার কথা বলে আসছিলেন জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার মোহাম্মদ রুহুল আমিন। তবে এরপর হঠাৎ সভাপতি নির্বাচন থেকে সরে দাঁড়ান রুহুল আমিন।

নির্বাচনে লড়বেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। রুহুল আমিন সরে দাঁড়ালেও ফাঁকা মাঠ পাচ্ছেন না তিনি। সালাউদ্দিনের বিপক্ষে বাফুফের সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বর্তমান সহসভাপতি বাদল রায়।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড