• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

উড়তে থাকা লিভারপুল ভাঙবে যেসব ‘রেকর্ড’

  ক্রীড়া ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৮
ইংলিশ প্রিমিয়ার লিগ
২০১৯-২০ মৌসুমে ইপিএলে চলছে লিভারপুলের রাজত্ব (ছবি : সংগৃহীত)

ইংল্যান্ডের ১৯তম লিগ শিরোপার দ্বারপ্রান্তে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। ২৭ ম্যাচ শেষে ৭৯ পয়েন্ট নিয়ে একেবারেই ধরাছোঁয়ার বাইরে তারা। দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির চেয়ে ২২ পয়েন্টে এগিয়ে রেড শিবির। শেষ ১১ রাউন্ড থেকে মাত্র চারটি ম্যাচ জিতলেই নিশ্চিত হবে শিরোপা।

শুধু ইংলিশ প্রিমিয়ার লিগ নয়, ইউরোপের সেরা পাঁচ লিগের ইতিহাসের সেরা শুরুটা করেছে লিভারপুল। এবারের লিগে প্রথম ২২ ম্যাচে ৬৪ পয়েন্ট পেয়েছিল লিভারপুল। যা করতে পারেনি রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা কিংবা বায়ার্ন মিউনিখের মতো দলগুলো। কেবল তাই নয়, ইপিএলে ২০১১-১২ সালে ঘরের মাঠে টানা ২০টি ম্যাচ জিতেছিল ম্যানচেস্টার সিটি। সে রেকর্ড ভেঙে এবার ঘরের মাঠ অ্যানফিল্ডে টানা ২১ ম্যাচ জেতার রেকর্ড গড়েছে লিভারপুল। তবে এখনো অনেকগুলো রেকর্ড গড়ার সুযোগ রয়েছে লিভারপুলের সামনে।

এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট : লিভারপুলের এখনো বাকি রয়েছে ১১টি ম্যাচ। এসব ম্যাচে পুরো ৩৩ পয়েন্ট পেলে মৌসুম শেষে তাদের সংগ্রহ হবে ১১২ পয়েন্ট। যা ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড হবে। বর্তমানে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড ম্যানচেস্টার সিটির দখলে। ২০১৭-১৮ মৌসুমে তারা ১০০ পয়েন্ট অর্জন করে। সে হিসেবে আর ২২টি পয়েন্ট পেলেই নতুন রেকর্ড গড়বে সালাহ-মানেরা।

ঘরের মাঠে মৌসুমে সর্বোচ্চ জয় : ইপিএলের এক মৌসুমে ঘরের মাঠে সর্বোচ্চ জয়ের রেকর্ড ১৮টি। ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি ভিন্ন ভিন্ন মৌসুমে ঘরের মাঠে ১৮টি করে ম্যাচ জয় করেছিল। এবার লিভারপুলের সামনে পুরো ১৯টি ম্যাচ জয়ের হাতছানি। এরই মধ্যে ঘরের মাঠে খেলা ১৪টি ম্যাচেই জিতেছে তারা।

লিগে টানা জয় : চলতি মৌসুমে এখন পর্যন্ত টানা ১৮টি ম্যাচ জিতেছে লিভারপুল। লিগের ২৮তম ম্যাচে ওয়াটফোর্ডকে হারালেই প্রথম দল হিসেবে টানা ১৯ ম্যাচ জয়ের রেকর্ড গড়বে অলরেডরা। এর আগে ২০১৭-১৮ মৌসুমে ম্যানচেস্টার সিটি জিতেছিল টানা ১৮টি ম্যাচ।

এক মৌসুমে সর্বোচ্চ জয় : এবারের লিগে এরই মধ্যে ২৬ ম্যাচ জিতেছে লিভারপুল। ইপিএলের এক মৌসুমে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড ম্যান সিটির দখলে। তারা জিতেছিল ৩২টি ম্যাচ। অর্থাৎ বাকি ১১ ম্যাচের মধ্যে ৭টিতে জিতলেই এ রেকর্ড নিজেদের করে নেবে লিভারপুল।

মৌসুমে সর্বোচ্চ অ্যাওয়ে জয় : চলতি মৌসুমে ঘরের বাইরে ১৩ ম্যাচ খেলে ১২টি জিতেছে লিভারপুল। লিগের ইতিহাসে সর্বোচ্চ অ্যাওয়ে জয়ের রেকর্ডও ম্যান সিটির দখলে। তারা জিতেছিল ১৬টি ম্যাচ। বাকি থাকা ছয় ম্যাচের মধ্যে ৫টিতে জিতলেই ম্যান সিটিকে টপকে যাবে ক্লপের শিষ্যরা।

সর্বোচ্চ ম্যাচ অপরাজিত : লিগের ইতিহাসে সর্বোচ্চ ৪৯টি ম্যাচ ধরে অপরাজিত ছিল আর্সেনাল। ২০০৪ সালে লিগ শিরোপা জেতায় এ রেকর্ড গড়েছিল গানার শিবির। সে রেকর্ড স্পর্শ করতে চলতি মৌসুমের বাকি ১১ ম্যাচ অপরাজিত থাকতে হবে লিভারপুলকে। আর এটি হলে আর্সেনালের পর দ্বিতীয় দল হিসেবে অপরাজিত চ্যাাম্পিয়ন হবে সালাহরা।

দ্রুততম সময়ে শিরোপা জয় : লিভারপুল নিজেদের পরবর্তী চার ম্যাচ জিতলেই নিশ্চিত করবে শিরোপা। এর মাধ্যমে সাত ম্যাচ হাতে রেখেই শিরোপা জয়ের রেকর্ড গড়বে তারা। এর আগে ২০০০-০১ মৌসুমে ম্যান ইউ এবং ২০১৭-১৮ মৌসুমে সাত ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করেছিল ম্যান সিটি।

সর্বোচ্চ পয়েন্ট ব্যবধান : ২০১৭-১৮ মৌসুমে ম্যানচেস্টার সিটি ১০০ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছিল। সেবার দ্বিতীয় স্থানে থাকা ম্যানইউর চেয়ে ১৯ পয়েন্টে এগিয়ে ছিল দ্য সিটিজেনরা। এবারে লিগের ২৭ ম্যাচ শেষে এখন ২২ পয়েন্টে এগিয়ে লিভারপুল। রেডদের সামনে সুযোগ রয়েছে ম্যানসিটির এ রেকর্ডটিও নিজেদের করে নেওয়ার।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড