• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ দেখতে যত টাকা লাগবে

  ক্রীড়া ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫০
সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম
সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম (ছবি : সংগৃহীত)

মিরপুরে একমাত্র টেস্ট ম্যাচ শেষ করেই বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল এখন সিলেটে। আগামী ১ মার্চ থেকে চায়ের শহরে গড়াবে ওয়ানডে সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই সিরিজের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সর্বনিম্ন টিকিট মূল্য ধরা হয়েছে ১০০ টাকা, সর্বোচ্চ ১ হাজার টাকা। এ ছাড়া ক্লাব হাউজের টিকিট মূল্য ৩০০, ইস্টার্ন গ্যালারির টিকিট মূল্য ১৫০ ও গ্রিন হল এরিয়ার টিকিট মূল্য ১০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট জেলা স্টেডিয়ামে পাওয়া যাবে ম্যাচের টিকিট। সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে এই দুই জায়গায়।

সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ এবং ৬ মার্চ। প্রথম ম্যাচের মতো সবগুলো ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর শুরু হবে টি-টুয়েন্টি সিরিজ।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড