• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ম্যানইউর উৎসবের রাতে আর্সেনালের বিদায়

  ক্রীড়া ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৭
শেষ ষোলোতে ম্যানইউ, আর্সেনালের বিদায়
শেষ ষোলোতে ম্যানইউ, আর্সেনালের বিদায় (ছবি : সংগৃহীত)

গোল বন্যায় প্রতিপক্ষকে উড়িয়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপা লিগের শেষ ৩২ পর্বে দুরন্ত এক জয়ের দেখা পেল ম্যানইউ। ফ্রেডের জোড়া গোলে কোচ ওলে গুনার সোলশজায়েরের দল ফিরতি লেগে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ক্লাব ব্রুজকে। দুই লেগ মিলিয়ে ৬-১ গোলে ব্রুজকে হারিয়ে টুর্নামেন্টের শেষ ১৬ পর্বে পা রাখল রেড ডেভিলরা।

ম্যানইউর উৎসবের রাতে কপাল পুড়েছে আর্সেনালের। দুই লেগ মিলিয়ে ২-২ গোলের সমতা নিয়েও তারা ছিটকে গেছে ইউরোপা লিগের শেষ ৩২ পর্ব থেকে। প্রথম লেগে অলিম্পিয়াকোসের মাঠে ১-০ গোলে জিতলেও ফিরতি লেগে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ১-২ গোলে হার মানে গানার শিবির।

ওল্ড ট্রাফোর্ডে ২৭ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে যায় ম্যানইউ। সুযোগটা কাজে লাগাতে বিন্দু মাত্র ভুল করেননি ব্রুনো ফার্নান্ডেস। ৩৪তম মিনিটে ওডিয়ন ইগহালো গোল ব্যবধান দ্বিগুণ করেন। ৪১তম মিনিটে তৃতীয় গোল উপহার দেন স্কট ম্যাক টোমিনে। শেষদিকে এসে জোড়া গোল পূর্ণ করেন ফ্রেড। ব্রাজিলিয়ান এ মিডফিল্ডার গোল দুটি করেন ৮২ ও ৯০+৩ মিনিটে।

শেষ ষোলোর টিকিট কেটেছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানও। ফিরতে লেগে তারা ২-১ গোলে হারিয়েছে লুদোগোরেটসকে। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে জিতে পরের রাউন্ডে পৌঁছে গেছে রোমেলু লুকাকুর দল। ইন্টারের সঙ্গে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে এএস রোমা, গেতাফে ও সেভিয়া। তবে বাদ পড়েছে এসপানিওল, আয়াক্স ও পোর্তো।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড