• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দ. আফ্রিকার শক্তিশালী ওয়ানডে দল ঘোষণা

  ক্রীড়া ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৪
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল (ছবি : সংগৃহীত)

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের শক্তিশালী ওয়ানডে দল ঘোষণা করেছ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে দীর্ঘদিন পর ফিরছেন কেশব মহারাজ। সাদা পোশাকে তাকে নিয়মিত দলে দেখা গেলেও সীমিত ওভারের ম্যাচে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন তিনি। ২০১৮ সালে সর্বশেষ প্রোটিয়া জার্সিতে ওয়ানডে খেলতে নেমেছিলেন এ বাঁহাতি স্পিনার।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ছিলেন না ফাফ ডু প্লেসি। এবার অস্ট্রেলিয়া সিরিজেও তাকে দলে রাখা হয়নি। টি-টুয়েন্টি সিরিজে দলে থাকলেও ওয়ানডে সিরিজ থেকে ডু প্লেসিকে বাদ দেওয়ার কারণ হিসেবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। বাকিদের মধ্যে ফন ডার ডুসেন ও ডোয়াইন প্রিটোরিয়াস ছুটির আবেদন করেছেন।

২৯ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। এরপর ৪ ও ৭ মার্চ হবে বাকি দুটি ওয়ানডে।

দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল : কুইন্টন ডি কক (অধিনায়ক), তেম্বা বাভুমা, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, আন্দিল ফেহলুকায়োও, তাবরাইজ শামসি, লুঙ্গি এনগিডি, বিউরান হেন্ডরিকস, হেইনরিক ক্লাসেন, জানেমান মালান, জন-জন স্মাটস, এনরিখ নর্টজে, লুথো সিপামলা, কেশব মহারাজ ও কাইল ভেরিয়েন।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড