• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

সবার আগে বিশ্বকাপের সেমিতে ভারত 

  ক্রীড়া ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩৫
ভারতীয় নারী ক্রিকেট দল
ভারতীয় নারী ক্রিকেট দল (ছবি : সংগৃহীত)

প্রথম দল হিসেবে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। এ গ্রুপে টানা তৃতীয় ম্যাচে জয় পেল শেফালী ভার্মা, হরমনপ্রীত কৌররা। অস্ট্রেলিয়া, বাংলাদেশের পর এবার তারা হারাল নিউজিল্যান্ডকে। ৩ ম্যাচে পয়েন্ট ৬ নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ভারত।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মেলবোর্নের জংশন ওভালে টানটান উত্তেজনার ম্যাচে নিউজিল্যান্ডকে তিন রানে হারায় ভারত। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে তারা।

ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ১৭ রানের মাথায় ফিরে যান স্মৃতি মান্ধানা। এরপর দ্বিতীয় উইকেটে তানিয়া ভাটিয়াকে (‌২৩)‌ নিয়ে ৫১ রান যোগ করেন শেফালী ভার্মা। শেফালীর ব্যাট থেকেই আসে ম্যাচের সর্বোচ্চ ৪৬ রান। বাকি ব্যাটসম্যানদের কেউই ব্যাট হাতে রান পাননি। নবম উইকেটে নেমে রাধা যাদব ৯ বলে করেন ১৪ রান। নির্ধারিত ২০ ওভারে ভারত তোলে ৮ উইকেটে ১৩৩ রান। দুটি করে উইকেট নেন কিউই বোলার রোজমেরি মেয়ার ও অ্যামেলিয়া কের।

জবাবে ব্যাট করতে নেমে ম্যাচ জমিয়ে তোলে নিউজিল্যান্ড। জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরে যায় তিন রানে। অ্যামেলিয়া কের ১৯ বলে করেন ৩৪ রান। এছাড়া কেটি মার্টিন ২৫ ও ম্যাডি গ্রিন করেন ২৪ রান।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড