• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রিয়ালকে হারিয়ে গার্দিওলার বিরল রেকর্ড

  ক্রীড়া ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫৭
পেপ গার্দিওলা
ম্যানসিটি কোচ গার্দিওলা (ছবি : সংগৃহীত)

লড়াইটা শুধু রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটিরই ছিল না। ছিল দুই সেরা কোচ জিনেদিন জিদান ও পেপ গার্দিওলারও। তবে চ্যাম্পিয়নস লিগে সেই লড়াইয়ে প্রথম দেখাতে জিদানকে হারালেন পেপ। ১-০ তে লিড পাওয়া জিদানের দল ২-১ এ হেরে গেছে ম্যানসিটির কাছে।

ক্ষুরধার মস্তিষ্কে গার্দিওলার জুড়ি নেই। বার্সেলোনার কোচ থাকার সময়ে রিয়ালের মাঠে প্রতি মৌসুমে অন্তত একবার করে আসতেন। বার্নাব্যুর নাড়ি-নক্ষত্র জানেন তিনি। রিয়ালের মানসিকতা, খেলার ধরন সবকিছুই জানা আছে গার্দিওলার। তাইতো রামোসদের হারানোর কৌশল ইংল্যান্ড থেকে কষে এসেছিলেন তিনি।

ম্যাচে পিছিয়ে থাকলেও কোনো রকম চাপে ছিলেন না গার্দিওলা। রিয়ালের অসতর্কতার সুযোগ নিয়ে ম্যাচের শেষ ১২ মিনিটে দুই গোল আদায় করেছে তার শিষ্যরা। এতে প্রথম বার্নাব্যুতে জয় পেল ম্যানসিটি।

আরও পড়ুন :-এই প্রথম রিয়ালকে হারাল গার্দিওলার সিটি

আর কোচ গার্দিওলাও অভাবনীয় রেকর্ড গড়লেন। চ্যাম্পিয়নস লিগে ওটমার হিজফিল্ডের পর প্রথম কোচ হিসেবে রিয়ালের মাঠে দুটি জয় পেলেন তিনি। আর ভিন্ন দুই ক্লাবের হয়ে রিয়ালের মাঠে চ্যাম্পিয়নস লিগে জয় পাওয়া প্রথম কোচও গার্দিওলা। ম্যানসিটির জয়ে আরেকটি রেকর্ড গড়লেন সাবেক বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের কোচ। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে সর্বোচ্চ ২৮টি ম্যাচ জয় করলেন গার্দিওলা।

ওডি/এনএvdW

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড