• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুর্দান্ত জয়ে পাকিস্তানের বিশ্বকাপ মিশন শুরু

  ক্রীড়া ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০০
পাকিস্তান নারী ক্রিকেট দল
পাকিস্তান নারী ক্রিকেট দল (ছবি : সংগৃহীত)

নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে পাকিস্তান নারী দল। টুর্নামেন্টটির অষ্টম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বিসমাহ মারুফের দল।

ক্যারিবীয়রা আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৪ রান তোলে। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে পাকিস্তানকে ৫৮ রানের শক্ত ভিত গড়ে দেন জাভেরিয়া খান ও মুনিবা আলী। ২৮ বলে ৩৫ রান করে স্টেফানি টেইলরের বলে এলবিডব্লিউয়ের শিকার হন জাভেরিয়া।

এরপর মুনিবা আলীর ২৫ ও অধিনায়ক বিসমাহ মারুফের অপরাজিত ৩৮ রানের কল্যাণে ১৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

এর আগে, টস জিতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের প্রথম বলেই ধাক্কা খায়। ডায়ানা বেগের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন ওপেনার হেইলি ম্যাথিউস। অধিনায়ক স্টেফানি টেইলরের ৪৭ বলে ৪৩ ও শিমেইনে ক্যাম্পবলের ৩৬ বলে ৪৩ রানের ওপর ভর করে শেষ পর্যন্ত ১২৪ রানের লড়াইয়ের পুঁজি পায় ক্যারিবীয়রা।

পাকিস্তানের সফলতম বোলার ডায়ানা বেগ ১৯ রান খরচায় নেন ২ উইকেট। এছাড়া আয়মান আনোয়ার ও নিদা দারও নেন দুটি করে উইকেট।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড