• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইংল্যান্ডের মাঠে হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ

  ক্রীড়া ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৫৫
ছবি : সংগৃহীত
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ (ছবি : সংগৃহীত)

জিম্বাবুয়ে, পাকিস্তান সিরিজ শেষে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী মে মাসে শুরু হতে যাওয়া এই সিরিজে তিনটি ওয়ানডে ও চার টি-টুয়েন্টির ম্যাচ খেলবে টাইগাররা।

এই সফরের ওয়ানডে নিজেদের মাঠে খেললেও টি-টুয়েন্টি সিরিজটি ইংল্যান্ডের মাটিতে আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছে আইরিশ দৈনিক বেলফাস্ট টেলিগ্রাফ। তবে এখনো কোনো ভেন্যু চূড়ান্ত করতে পারেনি আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড।

আগামী ১১ মে নর্থ ডাউন ক্রিকেট ক্লাব মাঠে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে সফর শুরু হবে লাল সবুজ বাহিনীর। এরপর ১৪ মে বেলফাস্টের স্টোরমন্টে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। ১৬ ও ১৯ মে একই মাঠে হবে দুদলের মধ্যকার দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে।

আরও পড়ুন : ওয়ানডে সিরিজের আগে আল-আমিনের শাস্তি

এক দিনের আন্তর্জাতিক সিরিজ শেষে ক্লনটার্ফে টি-টুয়েন্টি সিরিজ আয়োজনের কথা থাকলেও পরিচর্যার জন্য আপাতত মাঠটি ব্যবহার থেকে বিরত থাকতে চায় ক্রিকেট আয়ারল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি, পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি ম্যাচ থাকায় ক্লনটার্ফের মাঠকে বেশি ব্যবহার করতে চায় না দেশটির ক্রিকেট বোর্ড।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড