• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘ওয়ানডেতে জেতা উচিত বাংলাদেশের’ 

  ক্রীড়া প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৬
বাংলাদেশ-জিম্বাবুয়ে
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল (ছবি : সংগৃহীত)

মুমিনুল হকের নেতৃত্বে তিন টেস্ট ম্যাচ পরে ভাগ্যের চাকা ঘুরেছে লাল সুবজের দলের। জিম্বাবুয়েকে ঘরের মাঠে ইনিংস ও ১০৬ রানে হারিয়ে একেবারে তলানীতে নেমে যাওয়া দলটি তুলে নিয়েছে কাঙ্ক্ষিত জয়। এতে করে দলের আত্মবিশ্বাসও এখন উর্ধ্বগামী।

টাইগারদের পরবর্তী মিশন এখন ওয়ানডে সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ১, ৩ ও ৬ মার্চ তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।

টেস্ট জয়ের অধিনায়ক মুনিমুল মনে করেন, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের মতো ওয়ানডে সিরিজও জেতা উচিত। মুমিনুলের কথায়, ‘আমার কাছে মনে হয় ওয়ানডে সিরিজ জেতা উচিত। সিরিজ জেতাটাই গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন : নাঈমকে নিয়ে মুমিনুলের ‌‘অনুরোধ’

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওডিআই রেকর্ড খুবই ভালো। এ পর্যন্ত ৭২টি ম্যাচে বাংলাদেশের ৪৪ জয়ের বিপরীতে জিম্বাবুয়ের জয় ২৮টি। আর ঘরের মাঠে তো আরও সফল লাল সবুজের দল। ৪১ ম্যাচে ৩০টি ম্যাচই জিতেছে টাইগাররা। কেবল ১১ জয় সফরকারীদের।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, নাঈম শেখ, আল–আমিন হোসেন, সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড