• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চ্যাম্পিয়নস লিগে হোঁচট খেল মেসির বার্সা

  ক্রীড়া ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৪৯
চ্যাম্পিয়নস লিগ
ম্যাচের মুহূর্ত (ছবি: সংগৃহীত)

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে নেপোলির বিপক্ষে হোঁচট খেয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে নেপোলির বিপক্ষে অ্যান্তোনি গ্রিজম্যানের একমাত্র গোলে ১-১ ব্যবধানে ড্র করেছে তারা।

ইতালির সান পাওলোতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রক্ষণভাগে যেন দুর্গই গড়ে তুলেছিল স্বাগতিক নেপোলি। কোনোভাবেই সে রক্ষণদুর্গ ভেদ করতে পারছিল না বার্সার স্ট্রাইকাররা। প্রথমার্ধে মেসি-গ্রিজম্যানরা গোলবার সম্মুখে কোনো শটই নিতে পারেনি।

ম্যাচের ২৭ মিনিটে অবশ্য গোলের দেখা পেতে পারত বার্সা। বল নিয়ে ডি বক্সে ঢুকে যান বার্সা তারকা লিওনেল মেসি। সুযোগ বুঝে অরক্ষিত থাকা গ্রিজম্যানের দিকে বল বাড়ান। তবে নেপোলির কোস্তাস মানোলাস কোনোমতে ঠেকিয়ে দিয়ে মেসির সে চেষ্টা সফল হতে দেননি।

ম্যাচের দশ মিনিটেই অবশ্য এগিয়ে যেতে পারত নেপোলি। গোলবার সম্মুখে নেপোলির দুর্বল সে শটে লক্ষ্যভেদ হয়নি। তবে ৩০ মিনিটে আর ভুল করেননি ড্রিস মার্টেন্স। পিওতর জিলিনিস্কির বাড়ানো বলে দলকে এগিয়ে দেন তিনি। এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।

ঘরের মাঠে জয় নিশ্চিত করতে দ্বিতীয়ার্ধে আরও রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকে নেপোলি। তবে অতিরিক্ত রক্ষণাত্মক খেলাই বিপদ ডেকে আনে দলটির জন্য। ৫৬ মিনিটে বার্সাকে সমতায় ফেরান ফরাসি স্ট্রাইকার গ্রিজম্যান। নেলসন সেমেদোর নিচু ক্রসে থেকে পাওয়া বল থেকে সহজেই গোল আদায় করেন তিনি। বাকি সময় আর কোনো দলই গোলের দেখা পাননি।

দ্বিতীয় লেগে নেপোলিকে আতিথ্য দেবে বার্সেলোনা। আগামী ১৯ মার্চ ক্যাম্প ন্যুতে কোয়ার্টারে যাওয়ার লড়াইয়ে আবারও মাঠে নামবে দল দুটি।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড