• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘শুধু মুশফিকের বেলায় খালি পরিবার কান্নাকাটি করবে’

  ক্রীড়া ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৭
নাজমুল হাসান
বিসিবি সভাপতি নাজমুল হাসান (ছবি : সংগৃহীত)

পাকিস্তান সফরের প্রথম দুই পর্ব শেষ। এপ্রিলে তৃতীয় দফায় পাকিস্তানে যাবে বাংলাদেশ। শেষ ধাপে একটি ওয়ানডে আর একটি টেস্ট ম্যাচ খেলবে টাইগার শিবির। আর সেই লড়াইয়ে মাশরাফি বিন মর্তুজা ও মুশফিকুর রহীমকেও চাইছে টিম ম্যানেজমেন্ট। তেমনই ইঙ্গিত দিয়েছেন নাজমুল হাসান পাপন।

আজ (মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি) জিম্বাবুয়েকে ঢাকা টেস্টে ইনিংস ও ১০৬ রানে হারানোর পরই গণমাধ্যমের মুখোমুখি হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। মিরপুরে ব্যাট হাতে ছন্দে ছিলেন মুশফিক। ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি পেয়েছেন তিনি। এ অবস্থায় তাকে করাচি টেস্টে খেলাতে চাইছে বোর্ড। যদিও বেশ আগেই এই সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছে মুশি। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় অনুমতি পাননি পরিবার থেকে। তবে মুশফিক সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে কি না সে ব্যাপারে কথা বলেন বিসিবি প্রধান।

তিনি বলেন, ‘দেখুন, পাকিস্তান ভিন্ন ইস্যু। আমি একটা জিনিস দেখি, আমাদেরও ভয় ছিল। যারা গেছে তাদের ভয় ছিল না। এখন যারা খেলে এসেছে, তার (মুশফিক) বাড়ির লোকও তো খেলে এসেছে। আমি বলতে চাইছি রিয়াদের বেলায় কিছু হবে না, ওর বেলায় খালি পরিবার কান্নাকাটি করবে নাকি, চিন্তিত নাকি। এরকম আমি বিশ্বাস করি না। কাজেই রিয়াদের কাছ থেকে শুনতে পারে অন্যদের কাছ থেকে শুনতে পারে। মানে সে মন বদলাতে পারে। পাকিস্তানের ব্যাপারে বলেছি কাউকে আমরা জোর করব না। আমি মনে করি সবার সঙ্গে কথা-বার্তা বলে যাওয়া উচিত।’

মুশফিক বিসিবির একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার। এই কথাটাও স্মরণ করিয়ে দিলেন নাজমুল হাসান। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ওরকম কিছু আমাকে বা আমাদের কাউকে জানিয়েছে বলে জানা নেই। তবে আশা করছি সে যাবে। প্রত্যেক চুক্তিভুক্ত খেলোয়াড়ের যাওয়া উচিত। দেশের কথাও চিন্তা করতে হবে, সব সময় নিজের কথা চিন্তা করলে হবে না। প্রত্যেকের পরিবার গুরুত্বপূর্ণ কিন্তু দেশটা বেশি গুরুত্বপূর্ণ। এটা মাথায় থাকতে হবে। তারা চুক্তিভুক্ত খেলোয়াড়, দেশের খেলা থাকলে খেলতে হবে। এটা বলার কিছু নাই।’

মুশফিককে পাকিস্তান সফরে চাইছেন টেস্ট অধিনায়ক মুমিনুলও। জিম্বাবুয়েকে হারানো পর তিনি বলেন, ‘একজন ক্যাপ্টেন হিসেবে আমি তো সবসময় চাই সাকিব ভাই পর্যন্ত আসুক। যদিও সেটা সম্ভব নয়। অবশ্যই আমি মুশফিক ভাইকে চাই পাকিস্তান সিরিজে।’

পাকিস্তান সফরে এপ্রিলে একটি ওয়ানডে ম্যাচও খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে মাশরাফিকেও খেলানোর ইঙ্গিত দিয়েছেন নাজমুল হাসান পাপন। যদিও বলা হচ্ছিল সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডেতে শেষবারের মতো নেতৃত্ব দেবেন মাশরাফি। এরপর অধিনায়ক খুঁজবে বিসিবি।

আরও পড়ুন :-এশিয়া-বিশ্ব একাদশের স্কোয়াড ঘোষণা, বাংলাদেশের ৫ জন

কিন্তু এবার নাজমুল হাসান বলেন, ‘যে দিন মিটিং হবে সে দিন সিদ্ধান্ত হবে। ও খেলবে কী খেলবে না, অধিনায়ক থাকবে কী থাকবে না সেটা বোর্ড মিটিংয়ের আগে বলতে পারছি না। এখন পর্যন্ত এই সিরিজে মাশরাফিই আছে। পাকিস্তান সফরে মাশরাফি অধিনায়ক থাকবে কী থাকবে না সেটাও বোর্ড মিটিংয়ে জানা যাবে।’

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড