• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্পিনেই ঘায়েল জিম্বাবুয়ে, ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৬
বাংলাদেশ-জিম্বাবুয়ে
ছবি : বিসিবি

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের চতুর্থ দিনে জয় তুলে নিল মুমিনুল অ্যান্ড কোং। জিম্বাবুয়েকে ইনিংস এবং ১০৬ রানের ব্যবধানে হারিয়ে ছয় টেস্ট পর জয়ের স্বাদ পেল বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে এটি বাংলাদেশের ৭ম জয়। আর দেশের মাটিতে সফরকারীদের বিপক্ষে এটি টাইগারদের ৬ষ্ঠ জয়। সেই সঙ্গে দেশের মাটিতে সাদা পোশাকে বাংলাদেশের এটি দশম জয়।

টস জিতে সফরকারীরা ব্যাট করতে নেমে তাদের প্রথম ইনিংসে ২৬৫ রান সংগ্রহ করে। জবাবে মুশফিকুর রহীমের ডাবল ও মুমিনুল হকের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ৫৬০ রান তুলে ইনিংস ঘোষণা করে।

২৯৫ রানে পিছিয়ে থেকে সোমবার (২৪ ফেব্রুয়ারি) শেষ বিকালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। নাঈম হাসানের বোলিং তোপে ৯ রান তুলতেই হারিয়ে বসে ২ উইকেট। সেখান থেকে আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) আবার ব্যাট করতে নামে ক্রেইগ আরভিনের দল। প্রথম সেশনে তারা ৩ উইকেট হারায়। আর দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগেই বাকি ৫টি উইকেট হারিয়ে ইনিংস ব্যবধানে হার মানে।

বল হাতে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নিয়েছেন তরুণ অফ স্পিনার নাঈম। দুই ইনিংসে তিনি নিয়েছেন ৯ উইকেট। তাইজুল নিয়েছেন ৪টি। আগের ইনিংসে নিয়েছিলেন ২ উইকেট। আর পেসারদের মধ্যে আবু জায়েদ রাহী প্রথম ইনিংসে পেয়েছেন ৪ উইকেট।

চতুর্থ দিন শেষে সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে ১ম ইনিংস : ১০৬.৩ ওভারে ২৬৫

বাংলাদেশ ১ম ইনিংস : ১৫৪ ওভারে ৫৬০/৬ ইনিংস ঘোষণা

জিম্বাবুয়ে ২য় ইনিংস : ( আগের দিন- ৯ ওভারে ৯/২) ১৮৯ (৫৭.৩ ওভার)

ফল : বাংলাদেশ জয়ী ইনিংস ও ১০৬ রানে।

শেষ উইকেটটি নিলেন তাইজুল

তাইজুল ইসলামের করা বলটা ডিফেন্ড করতে গিয়েছিলেন চার্লটন টিসুমা, প্যাডে লাগার সঙ্গে সঙ্গেই আবেদন। আঙুল তুলে দিলেন আম্পায়ার, রিভিউ নিয়ে লাভ হলো না জিম্বাবুয়ের। অলআউট হয়ে গেল ১৮৯ রানে, ইনিংস ও ১০৬ রানে জয় পেল বাংলাদেশ।

তাসের ঘরের মতো ভেঙে পড়ছে জিম্বাবুয়ে

বাহ-বাহ; জয়ের পথেই আছে বাংলাদেশ। জিম্বাবুয়ের উইকেট ভেঙে পড়ছে তাসের ঘরের মতো। এনডিলোভু চার দিয়ে শুরু করলেন নাঈম হানাসের বলে, কিন্তু পরের বলেই আটকে গেলেন ক্রিজে। ব্যাকফুটে খেলতে গিয়ে লাইন মিস করলেন, নাঈম আবেদন করার সময়েই জানতেন কাজ হয়ে গেছে। আম্পায়ার আঙুল ওঠাতে দেরি করলেন না, এনডিলোভুও আর রিভিউ নিলেন না।

১৮১ রানে নবম উইকেট হারাল জিম্বাবুয়ে, বাংলাদেশের ইনিংস জয় এখন সময়ের ব্যাপার। এই রিপোর্ট লেখা অব্দি জিম্বাবুয়ের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ১৮১ রান।

তামিমের অসাধারণ ক্যাচ, জয় দেখছে বাংলাদেশ

এবার ঈগল হলেন তামিম! রাজার বিদায়ের পর রেজিস উইকেটে চাকাভা আর টিমিসেন মারুমা বেশ সেট হয়ে গিয়েছিলেন। তাইজুলের টসড আপ বলটা মিড অনের ওপর দিয়ে খেলতে গিয়েছিলেন চাকাভা, তামিম ছিলেন সেখানে। একদম টাইমিং করে দেওয়া লাফে বলটা চলে এলো হাতের মুঠোয়। একদম ঈগলের মতো ক্যাচটা নিলেন তামিম; ১৮ রানে ফিরলেন চাকাভা, ১৬৫ রানে জিম্বাবুয়ে হারাল সপ্তম উইকেট। ১৭২ রানে অষ্টম উইকেট হারাল জিম্বাবুয়ে।

রাজাকে ফিরিয়ে জয়ের সুবাস দিলেন তাইজুল

লাঞ্চে যাওয়ার সময় সিকান্দার রাজা ছিলেন ৩৩ রানে। বিরতির পর কেবল চার যোগ না করতেই তাইজুলের ব্যাক অফ লেন্থের শিকার হক রাজা। বলটা ব্যাকফুটে গিয়ে টেনে মেরেছিলেন, ইনফিল্ড ক্লিয়ার করাই ছিল লক্ষ্য। প্রায় করেও ফেলেছিলেন। লাফিয়ে উঠে মুশফিক ছোঁ মেরে বলটা ধরলে রাজা হা করে তাকিয়ে থাকেন; যেন বিশ্বাসই করতে পারছিলেন না রাজা।

লাঞ্চের পর জিম্বাবুয়ে হারাল আরেকটি উইকেট, হয়তো শেষ ভরসাটিকেই। এই রিপোর্ট লেখা অব্দি জিম্বাবুয়ের সংগ্রহ ৪১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রান। উইকেটে আছেন মারুমা (২১) এবং চাকাভা (৭)।

জয়ের আরেকটু কাছে থেকে লাঞ্চে বাংলাদেশ

প্রথম সেশনে জয়ের আরেকটু কাছে চলে গেল বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে ৯ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে জিম্বাবুয়ে। প্রথম সেশনে তারা আরও তিনটি উইকেট হারিয়েছে। ৫ উইকেট হারিয়ে ১১৪ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে।

বাংলাদেশকে আবার ব্যাট করাতে ১৮১ রান করতে হবে জিম্বাবুয়েকে। হাতে আছে ৫ উইকেট। স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে এখন শুধু আছেন রাজা, মারুম আর চাকাভা।

চতুর্থ দিনে বাংলাদেশ থেকে ২৮৬ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামে রোডেশিয়ানরা। আর শুরু থেকেই তাদের চেপে ধরে বাংলাদেশের বোলাররা। কিছুটা সহজভঙ্গিতে ব্যাট চালাতে থাকা কেভিন কাসুজাকে (৮) দিনের প্রথম শিকার বানান তাইজুল ইসলাম। জিম্বাবুয়ের স্কোরবোর্ডে ১৫ রান হতেই ফিরে যান কাসুজা।

এরপর প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকান অধিনায়ক ক্রেইগ আরভিনকে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন অভিজ্ঞ ব্রেন্ডন টেইলর। তবে বেশি সময় দলকে সঙ্গ দিতে পারেননি টেইলর। দলীয় ৪৪ রানে ফেরেন তিনি। নাঈমের বলে বোল্ড হয়ে ফেরার আগে নামের পাশে যুক্ত করেন মাত্র ১৭ রান।

দলীয় ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে এগিয়ে নিতে থাকেন অধিনায়ক ক্রেইগ আরভিন আর সিকান্দার রাজা। ৬০ রানের জুটিও গড়েন। কিন্তু তাইজুলের করা ৩০তম ওভারের শেষ বলে রান নিতে গিয়ে মুমিনুল হকের ডিরেক্ট থ্রোতে ৪৩ রানে প্যাভিলিয়নে ফিরতে হয় ক্রেইগ আরভিনকে। ৪৯ বলে ৪৩ রান করেছেন আগের দিনে সেঞ্চুরি করা আরভিন।

মুমিনুলের নিখুত থ্রোতে আউট আরভিন

৪৪ রানেই ৪ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েন আগের ইনিংসে সেঞ্চুরি করা অধিনায়ক ক্রেইগ আরভিন ও সিকান্দার রাজা। ১৩.১ ওভারে তারা গড়েন ৬০ রানের জুটি। তাতে দলীয় সংগ্রহ শতক ছাড়ায়। এরপর অবশ্য রান আউটে কাটা পড়েন আরভিন। মুমিনুলের নিখুঁত থ্রোতে পপিং ক্রিজে আরভিন পৌঁছানোর আগেই স্ট্যাম্পে আঘাত করে। ৪৯ বল খেলে ৬ চার ও ১ ছক্কায় ৪৩ রান করে যান জিম্বাবুয়ের কাপ্তান।

এই রিপোর্ট লেখা অবধি জিম্বাবুয়ের সংগ্রহ ৩১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান। উইকেটে আছেন সিকান্দার রাজা (৩৩) এবং টিমিসেন মারুমা (৩)।

এবারও টেইলরকে ফেরালেন নাঈম

নিজের প্রথম ইনিংসে তরুণ স্পিনার নাঈম হাসানের বলে বোল্ড হয়েছিলেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর। নিজেদের দ্বিতীয় ইনিংসেও টাইগার স্পিনার নাঈমের কাছে ধরা খেলেন তিনি।

চতুর্থ দিনে নাঈম প্রথম ওভার করতে এলেন, এসেই ব্রেকথ্রু। নাঈমের করা ওভারের পঞ্চম বলটি সুইপ করতে গিয়ে কাল হয় টেইলরের জন্য। বাড়তি টার্ন নেওয়া বলে সুইপ করতে গিয়ে নিয়ন্ত্রণে রাখতে পারেননি, বল উঠে যায় আকাশে। ডিপ স্কয়্যার লেগ থেকে দৌড়ে এসে ভালো একটা ক্যাচ নিয়েছেন তাইজুল ইসলাম। টেইলর ফিরেছেন ১৭ রানে। প্রথম ইনিংসে করেছিলেন ১০ রান!

প্রথম ব্রেকথ্রু তাইজুলের

চতুর্থ দিনের প্রথম উইকেটটা পেলেন তাইজুল ইসলাম। কাসুজাকে করা বলটা লেগ স্ট্যাম্প থেকে একটু বাড়তি বাউন্স করেছিল, ডিফেন্স করতে গিয়ে দ্বিতীয় স্লিপে মিঠুনকে সহজ ক্যাচ তুলে দিলেন জিম্বাবুয়ের ওপেনার। ১০ রানে ফিরলেন কাসুজা, বাংলাদেশ পেল তৃতীয় উইকেট।

চতুর্থ দিনের খেলা শুরু

২৯৫ রানে পিছিয়ে থেকে গতকাল শেষ বিকালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। নাঈম হাসানের বোলিং তোপে ৯ রান তুলতেই হারিয়ে বসে ২ উইকেট। সেখান থেকে আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) আবার ব্যাট করতে নেমেছে সফরকারীরা।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড