• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

তামিমকে আউট করার স্বপ্ন দেখেন মুশফিক

  ক্রীড়া ডেস্ক

২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৩
মুশফিকুর রহীম
মুশফিকুর রহীম (ছবি : সংগৃহীত)

নিঃসন্দেহে বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল। সেরা ব্যাটসম্যানও বটে। দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিকও তিনি। এতদিন সব ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক ছিলেন তামিম। তবে আজই তামিমকে টপকে এই মুহূর্তে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক মুশফিকুর রহীম।

নিজের রেকর্ড নিয়ে খুব একটা ঘাঁটাঘাঁটি করেন না মুশফিক, যতটা তামিম করে থাকেন। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিনে ডাবল সেঞ্চুরির পাশাপাশি তামিমকে টপকে টেস্টে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন মুশফিক। অথচ এটা জানাই ছিল না তার।

মুশফিক বলেন, ‘জানতাম না, তামিম অবশ্যই জানে। ও সব জানে। আমি সব সময়ই বলে এসেছি তামিম আমার সবচেয়ে প্রিয় ব্যাটসম্যান। ওর সঙ্গে সব সময় আমার অন্যরকম একটা প্রতিযোগিতা থাকে। সুস্থ প্রতিযোগিতা। আমি ওকে অনেক অনুপ্রাণিত করি, সে আমাকে। জানি আমার সাফল্যে সে অনেক খুশি, ওর সাফল্যে আমিও। এটা দলের জন্য ভালো। মনে প্রাণে চাই সে যেন সর্বোচ্চ রান করে। এবং এটাও চাই ওর থেকে যেন আমি এক রান বেশি করি।’

সতীর্থ তামিমের প্রতি ভালো লাগার কথা বরাবরই বলে আসছেন মুশফিক। বলেছেন সুস্থ প্রতিযোগিতার কথাও। তামিমকে নিয়ে মুশফিকের আরও একটি ইচ্ছে আছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে সে ইচ্ছেটাও গোপন করেননি বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি ডাবল সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান, ‘ইচ্ছা আছে আমার বলে ওকে (তামিমকে) একবার যেন আউট করতে পারি।’

রেকর্ড-পরিসংখ্যান ও ধারাবাহিকতার বিচারে বর্তমানে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে থাকবেন মুশফিক। দেশের ইতিহাসে তাকে যদি সর্বকালের সেরা ব্যাটসম্যান বলা হয়, মুশফিক কি তাতে দ্বিমত পোষণ করবেন?‘এই উত্তর দেওয়া কঠিন। কখনো নিজেকে সর্বকালের সেরা মনে করি না। আপনারা অনেক সময়ই বলেছেন যে আমার টেকনিক, ধৈর্য বা অন্য অনেক কিছু সেরা…। এটা হতে পারে। কিন্তু আমার কাছে কখনো মনে হয় না। যখন নিজের ব্যাটিংয়ের রিপ্লে বা হাইলাইটস দেখি তখন নিজের কাছে অতটা ভালো লাগে না। তখন মনে হয় তামিমের মতো ওই ড্রাইভটা যদি খেলতে পারতাম বা সাকিবের মতো ওই কাট বা অন ড্রাইভ করতে পারতাম! নিজের সীমাবদ্ধতা জানি এবং কখন কী করার চেষ্টা করতে হয় সেটাও জানি। এসব থেকে শিখি।’

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড