• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মিরপুর টেস্টে মুশফিকের যত অর্জন

  ক্রীড়া ডেস্ক

২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪১
মুশফিকুর রহীম
মুশফিকুর রহীম (ছবি: সংগৃহীত)

জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহীম। ২০৩ রানের এ ইনিংস খেলার পথে একাধিক মাইলফলক অর্জন করেছেন দেশসেরা এ ব্যাটসম্যান।

জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত এ ইনিংস খেলার পথে তামিমকে টপকে টেস্টে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন মুশফিক। ৬০ টেস্টে তামিমের রান ৪৪০৫। অন্যদিকে ৭০ টেস্টে মুশফিকের রান এখন ৪৪১৩।

মুশফিকের বর্তমান সেঞ্চুরির সংখ্যা ৭। বাংলাদেশের পক্ষে যা দ্বিতীয় সর্বোচ্চ। সমান ৯ সেঞ্চুরি নিয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তামিম ও মুমিনুল। এ টেস্টেই তামিমকে ছুঁয়েছেন মুমিনুল।

এটি মুশফিকের ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি। সব মিলিয়ে বাংলাদেশের এটি পঞ্চম ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন মুশফিক। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২০০ রানে আউট হয়েছিলেন তিনি। বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ ২১৯ রানের ইনিংসটিও মুশফিকের।

মুশফিক ছাড়া ডাবল সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব রয়েছে কেবল তামিম ও সাকিবের। এর আগেই দুইবার ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে একমাত্র বাংলাদেশি হিসেবে একাধিক ডাবল সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব অর্জন করেছিলেন মুশফিক। এবার সে সংখ্যাকে তিনে নিয়ে ইতিহাস আরও সমৃদ্ধ করলেন এ ব্যাটসম্যান।

ক্রিকেটের ইতিহাসে মুশফিকের চেয়ে বেশি ডাবল সেঞ্চুরি রয়েছে ২৪ জন ব্যাটসম্যানের। এছাড়া ৩ ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে পূজারা, জো রুট, আজহার আলী, রস টেইলর, ক্রিস গেইল, স্টিভেন স্মিথ ও জয়সূরিয়াদের মতো বিশ্বসেরা ব্যাটসম্যানদের পাশে জায়গা করে নিয়েছেন মুশফিক।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড