• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নেইমারের লাল কার্ড দেখার ম্যাচে পিএসজির জয়

  ক্রীড়া ডেস্ক

২৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪১
নেইমার
পিএসজির জয়ে লাল কার্ড দেখলেন নেইমার (ছবি : সংগৃহীত)

ফরাসি লিগ ওয়ানের ম্যাচে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ঘরের মাঠে বোর্দেকে রবিবার (২৩ ফেব্রুয়ারি) ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত করেছে টমাস টুখেলের দল। জয় পেলেও দলের ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় জয়ের আনন্দ তেমন একটা উপভোগ করতে পারেনি ফরাসি জায়ান্টরা।

মাঠে নামার অষ্টাদশ মিনিটে পিছিয়ে পড়ে পিএসজি। হেডে গোলটি করেন দক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ড উই-জো। ২৫তম মিনিটে ডি মারিয়ার ক্রসে হেডে সমতা আনেন এদিনসন কাভানি।

ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রাখা পিএসজি প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায়। ডি মারিয়ার ক্রসে কাছ থেকে কাঁধ দিয়ে ঠিকানা খুঁজে নেন মার্কিনিয়োস। তবে এগিয়ে যাওয়ার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের। সাত মিনিট যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে সফরকারীদের সমতায় ফেরান পাবলো।

৬৩তম মিনিটে মার্কিনিয়োসের দ্বিতীয় গোলে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। কাভানির হেড গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ার পর ফিরতি বল জালে জড়ান ব্রাজিলিয়ান ডিফেন্ডার। ছয় মিনিট পর কাভানির পাস পেয়ে ডান পায়ের শটে স্কোরলাইন ৪-২ করেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা কিলিয়ান এমবাপে।

৮৩তম মিনিটে রুবেন পার্দো ব্যবধান কমালে আগের রাউন্ডের মতো হোঁচট খাওয়ার শঙ্কা জাগে পিএসজির। খানিক পর মাউরো ইকার্দি জালে বল পাঠালে জয় অনেকটা নিশ্চিত হয়ে যাওয়ার হাসি ফোটে দলটির মুখে। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

প্রসঙ্গত, ম্যাচে যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন নেইমার। নিজে প্রথমে ফুটবলারের ট্যাকেলের শিকার হয়ে পরের মুহূর্তেই বোর্দোর ইয়াসিন আদলিকে লাথি মেরে মাটিতে ফেলে দেন ব্রাজিলিয়ান। প্রথমার্ধের যোগ করা সময়ে প্রথম হলুদ কার্ডটি দেখেছিলেন নেইমার। বোর্দো তখন ২-২ গোলে সমতা এনেছিল ম্যাচে। ওই গোল নিয়েই বিতর্ক করতে গিয়ে নেইমার প্রথম কার্ডটি দেখেছিলেন। এই নিয়ে দ্বিতীয়বারের মতো লিগ ওয়ানে লাল কার্ড দেখতে হলো ২৮ বছর বয়সীকে।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড