• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

তামিমকে স্পর্শ করলেন মুমিনুল

  ক্রীড়া ডেস্ক

২৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৬
বাংলাদেশ-জিম্বাবুয়ে
মুমিনুল হক (ছবি : সংগৃহীত)

বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরিসংখ্যায় তামিম ইকবালের পাশে বসলেন মুমিনুল হক, দুজনের সেঞ্চুরি এখন ৯টি করে। এ দুজনের পরে আছেন আরও দুজন- মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহীম- দুজনের সেঞ্চুরি ৬টি করে। অবশ্য মুশফিক এ ইনিংসেই ছাড়িয়ে যেতে পারেন আশরাফুলকে। এদের পরে আছেন সাকিব আল হাসান, তার সেঞ্চুরি ৫টি।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ২০৮ মিনিটে ১৫৬ বলে তিন অঙ্ক ছোঁয়ার পথে মুমিনুলের ব্যাট থেকে এসেছে ১২টি চার। তবে অধিনায়ক হিসেবে এই তার প্রথম সেঞ্চুরি। তিরিপানোর করা ৮৩তম ওভারের তৃতীয় বলটিকে বাউন্ডারিতে পাঠিয়ে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন মুমিনুল।

২০১৩ সালে প্রথম টেস্ট সেঞ্চুরি করেন মুমিনুল। নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে খেলেন ১৮১ রানের ইনিংস। দ্বিতীয় সেঞ্চুরিও কিউইদের বিপক্ষে। সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ের বিপক্ষে (৩টি করে) এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি।

আরও পড়ুন : অধিনায়ক মুমিনুলের প্রথম সেঞ্চুরি

এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটের খরচায় ৩৪৭ রান। উইকেটে রয়েছেন মুশফিকুর রহীম (৯৫) এবং অধিনায়ক মুমিনুল হক (১১৯)।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড