• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাশরাফিকে নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড

  ক্রীড়া ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৭
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল (ছবি : সংগৃহীত)

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এবারের হোম সিরিজে জিম্বাবুয়ের সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে টাইগাররা। তিনটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে চোটের জন্য বাদ পড়লেও এবারের স্কোয়াডে ফিরেছেন অধিনায়ক মাশরাফি। চোট কাটিয়ে ফেরা অপর তারকা পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। ফিরিয়ে আনা হয়েছে টেস্টে ভালো করা নাজমুল হোসেন শান্তকেও। আর প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন নাঈম শেখ ও আফিফ হোসেন ধ্রুব। টি-টুয়েন্টিতে ভালো করে দুজনই জায়গা পেলেন রঙিন পোশাকের বড় ফরম্যাটে। আগের স্কোয়াড থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, রুবেল হোসেন ও মোসাদ্দেক হোসেন।

উল্লেখ্য, ১, ৩ ও ৬ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। তিনটি ম্যাচের ভেন্যু শুরুতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ছিল। পরে সিলেটে স্থানান্তরিত করে বিসিবি।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, নাঈম শেখ, আল–আমিন হোসেন, সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড