• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেশসেরা তামিমের অনন্য রেকর্ড

  ক্রীড়া ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৪
তামিম ইকবাল খান
জাতীয় দলের বাঁহাতি ওপেনার তামিম (ছবি : সংগৃহীত)

একসময় দেশের মারকুটে ওপেনার হিসেবে খ্যাতি ছিল তামিম ইকবালের। সেখান থেকে তিনি এখন দেশসেরা ওপেনার। ব্যাট হাতে দলের প্রধান ভরসাও তিনি। ব্যাট হাতে দেশের অনেক রেকর্ডের সঙ্গী এ বাঁহাতি ব্যাটসম্যান। প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম। বিশ্ব ক্রিকেটে ৫০তম ক্রিকেটার হিসেবে এ মাইলফলক স্পর্শ করেন তিনি।

বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান মনে করা হয় তামিমকে। তার প্রমাণ মাঠে অনেকবার দিয়ে গেছেন তিনি। বাংলাদেশের অনেক বড় জয়ে তামিমের রয়েছে অবিস্মরণীয় কীর্তি। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৩ হাজার রান স্পর্শ করেছেন তামিম। এই কৃতিত্ব নেই বাংলাদেশের আর কারও।

এমনকি বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১২ হাজার রানও কেউ করতে পারেননি। তামিমের পরে দ্বিতীয় স্থানে আছেন তারই সতীর্থ সাকিব আল হাসান। বাঁহাতি অলরাউন্ডার করেছেন ১১ হাজার ৭৫২ রান। তৃতীয় সর্বোচ্চ রান মুশফিকুর রহীমের। দীর্ঘ ক্যারিয়ারে তিনি সংগ্রহ করেছেন ১১ হাজার ৫৭৫ রান।

জিম্বাবুয়ের বিপক্ষে নামার আগে তামিমের মোট আন্তর্জাতিক রান ছিল ১২ হাজার ৯৭৩ রান। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে জিম্বাবুয়ের বিপক্ষে ২৭ রান করেই ১৩ হাজারি ক্লাবের সদস্য হন টাইগার ওপেনার। শেষ পর্যন্ত ৪১ রান করে সাজঘরে ফিরেছেন তামিম। তিন ফরম্যাট মিলিয়ে তামিমের মোট সংগ্রহ ১৩ হাজার ১৪ রান। টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টিতে তার রান যথাক্রমে ৪ হাজার ৪০৫, ওয়ানডেতে ৬ হাজার ৮৯২ এবং টি-টুয়েন্টিতে ১ হাজার ৭১৭ রান।

আরও পড়ুন : ব্যাটিং ব্যর্থতায় কঠিন চাপে ভারত

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান

১. তামিম ইকবাল- ৩৯০ ইনিংসে ১৩ হাজার ০১৪ রান ২. সাকিব আল হাসান- ৩৭৫ ইনিংসে ১১ হাজার ৭৫২ রান ৩. মুশফিকুর রহীম- ৪৭০ ইনিংসে ১১ হাজার ৫৭৫ রান ৪. মাহমুদল্লাহ রিয়াদ- ৩৩১ ইনিংসে ৮ হাজার ২১৯ রান ৫. মোহাম্মদ আশরাফুল- ৩১০ ইনিংসে ৬ হাজার ৬৫৫ রান

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড