• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্যারিয়ার সেরা ইনিংস খেলে থামলেন শান্ত

  ক্রীড়া ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২০
বাংলাদেশ-জিম্বাবুয়ে
নাজমুল হোসেন শান্ত (ছবি : বিসিবি)

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়ের করা ২৬৫ রানের জবাবে ব্যাট করছে বাংলাদেশ।

বাংলাদেশ স্কোর : ১৭৪/৩

ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ফিরলেন শান্ত

তৃতীয় উইকেটে দলকে ভালো জুটি উপহার দিয়ে ফিরে গেলেন নাজমুল হোসেন শান্ত। দলীয় ১৭২ রানের মাথায় চার্লটন টিসুমার বল তার ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষক রেগিস চাকাবার গ্লাভস বন্দি হয়। তাতে ভাঙে মুমিনুল-শান্তর ৭৬ রানের জুটি।

যাওয়ার আগে ১৩৯ বলে ৭টি চারের সমন্বয়ে ৭১ রান করে ফিরেছেন শান্ত। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার পঞ্চাশোর্ধ্ব রান করলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫২ ওভার শেষে স্বাগতিক বাংলাদেশের সংগ্রহ তিন উইকেটে ১৭৪ রান। অধিনায়ক মুমিনুলকে (৪৬) সঙ্গ দিতে ক্রিজে এসেছেন মুশফিক (০)।

শান্ত-মুমিনুলে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

১৩ হাজারি ক্লাবে ডুকে দেশসেরা ওপেনার তামিম ইকবাল ফেরার পর দলের হাল ধরেছেন নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হক। এই জুটি ইতোমধ্যে ৪৬ রান সংগ্রহ করেছে ৪৩ ওভারে। শান্ত ৬০ ও মুমিনুল ২৯ রান নিয়ে ব্যাট করছেন।

শান্তর প্রথম ফিফটি, চা বিরতিতে বাংলাদেশ

অবশেষে ফিফটি পেলেন নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দুই ইনিংসে (৪৪, ৩৮) কাছাকাছি গিয়েও ব্যর্থ হয়েছেন। অবশেষে চতুর্থ টেস্টে এসে প্রথম ফিফটির দেখা পেলেন শান্ত।

ফিফটির পর শান্তর উদযাপনটা ছিল সংক্ষিপ্ত। ব্যাটটা সামান্য ওঠালেন। ফিফটির পর পুল করে একটি চার মেরেই গেলেন চা বিরতিতে।

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের চা বিরতিতে যাওয়ার আগে তামিম ইকবালের উইকেট হারিয়ে ১২০ রান তুলেছে বাংলাদেশ। ফিফটি হয়ে গেছে শান্তর, অন্যপাশে আছেন কাপ্তান মুমিনুল হক। এখনো জিম্বাবুয়ের চেয়ে ১৪৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভার শেষে স্বাগতিক বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ১২০ রান। ১১২ বলে ৫৫ এবং ১৭ বলে ১২ রানে ক্রিজে আছেন শান্ত-মুমিনুল।

১৩ হাজার রান করে ফিরলেন তামিম

দেশসেরা ওপেনার বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল খান। যিনি গেল ১৩ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। জাতীয় দলের জার্সি গায়ে ওয়ানডে খেলেছেন ২০৪টি। টেস্ট ৬০টি। টি-টুয়েন্টি ৭৭টি। জিম্বাবুয়ের বিপক্ষে আজ একমাত্র টেস্টে ব্যাট করতে মাঠে নামার আগে তিন ফরম্যাটে তার রান ছিল ১২ হাজার ৯৭৩টি। ১৩ হাজার আন্তর্জাতিক রান হতে প্রয়োজন ছিল ২৭ রান। মধ্যাহ্ন বিরতির পর তিনি ২৭ রান পেরিয়ে যান। তাতে ১৩ হাজার আন্তর্জাতিক রান করার কৃতিত্ব দেখান।

মনে হচ্ছিল তামিম নিজের ইনিংস বড় করবেন। সেই পথেই এগোচ্ছিলেন; কিন্তু ডোনাল্ড তিরিপানোর বলে উইকেটরক্ষক রেগিস চাকাভাকে ক্যাচ দিয়ে ফেরেন দেশসেরা এই ওপেনার। তবে ফেরার আগে শক্ত একটা জুটি গড়েছেন; নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ৭৮ রানের জুটি গড়ে বিদায় নেন তামিম। খেলেছেন ৮৯ বলে ৪১ রান, যা ছিল ৭টি চারের সমন্বয়ে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে স্বাগতিক বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ১০৬ রান। শান্তকে (৪৯) সঙ্গ দিতে ক্রিজে এসেছেন অধিনায়ক মুমিনুল হক (৪)।

জিম্বাবুয়ের উপর চড়াও হচ্ছেন শান্ত-তামিম

দলীয় ১৮ রানে ওপেনার সাইফ হাসানের বিদায়ের পর উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট মেজাজ হারিয়ে তামিম ইকবালের সঙ্গে সমান তালে চালাচ্ছেন ব্যাট। সেই সঙ্গে দুজনের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ইনিংস।

দ্বিতীয় উইকেটে দুই বাঁহাতি ব্যাটসম্যান গড়েছেন পঞ্চাশ রানের জুটি। শুরুতে সাবধানী ব্যাটিং করা তামিম বাড়াতে শুরু করেছেন রানের গতি। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন শান্ত। তাদের জুটির রান পঞ্চাশ ছুঁয়েছে ৯১ বলে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভার শেষে স্বাগতিক বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ৮৬ রান। ৭৪ বলে ৩৭ এবং ৭০ বলে ৩৮ রানে ব্যাট করছেন তামিম-শান্ত। ইতোমধ্যে এই জুটি থেকে এসেছে ৬৮ রান।

তামিম-শান্তর ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

জিম্বাবুয়ের দেওয়া ২৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি ওপেনার সাইফ হাসান। ব্যাক্তিগত ৮ রান যোগ করতেই নিয়াউচির বলে উইকেটরক্ষক রেগিস চাকাভাকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

সাইফের বিদায়ের পর উইকেটে আসেন নাজমুল হাসান শান্ত। ক্রিজে থাকা আরেক ওপেনার তামিম ইকবাল শান্তকে নিয়ে চার ওভার খেলে লাঞ্চের বিরতিতে যান। মধ্যাহ্ন বিরতি শেষে এ দুজনের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে স্বাগতিক বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ৪১ রান। ৪৩ বলে ১৪ এবং ৩৬ বলে ১৭ রানে ব্যাট করছেন তামিম-শান্ত। ইতোমধ্যে এই জুটি থেকে এসেছে ২৩ রান।

সাইফকে হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

ওপেন করতে নেমে দুটি চার হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন ওপেনার সাইফ হাসান (৮)। কিন্তু নিয়াউচির বলে উইকেটরক্ষক রেগিস চাকাভাকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার বিদায়ে প্রথম সেশনটা টাইগারদের গেল একপ্রকার অস্বস্তিতে।

অথচ দ্বিতীয় দিনের শুরুতে বাংলাদেশের বোলাররা নিজেদের কাজটা ভালো মতো করেছেন। ৩৭ রানের মধ্যেই জিম্বাবুয়ের ৪ উইকেট নিয়েছেন। কিন্তু ব্যাটিংয়ে নেমে ফের ব্যর্থ হয়েছেন ওপেনার সাইফ। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম সেশনটা নিজেদের করে নিলেও সেখানে থেকে গেল একপ্রকারের অস্বস্তি।

সাইফের বিদায়ের পর তামিম-শান্ত মিলে চার ওভার খেলে লাঞ্চের বিরতিতে যান। বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ২৫ রান। ২৫ বলে ১০ এবং ১২ বলে ৫ রানে আবার ব্যাট করতে নামবেন তামিম-শান্ত। বাংলাদেশ পিছিয়ে ২৪০ রানে।

শুরুতেই উইকেট হারল বাংলাদেশ

জিম্বাবুয়ের দেওয়া ২৬৫ রানের জবাবে ব্যাট করে নেমেই উইকেট হারায় বাংলাদেশ। তরুণ ওপেনার সাইফ হাসানকে ফেরান নিয়াউচি। বাজে শট খেলতে গিয়ে ১২ বলে ৮ রানে ফিরেছেন সাইফ।

২৬৫ রানে থামল জিম্বাবুয়ে

৬ উইকেটে ২২৮ রান নিয়ে আজ দ্বিতীয় দিন শুরু করে জিম্বাবুয়ে শুরুতেই হারায় আগের দিনের অপরাজিত থাকা ব্যাটসম্যান তিরিপানোকে। ব্যক্তিগত ৮ রান করে রাহীর শিকার হয়ে ফেরেন তিনি। এরপর নিজের চতুর্থ উইকেট হিসেবে এনডিলোভুকে আউট করেন রাহী। অভিষেক টেস্টে ব্যাট করতে নেমে তাইজুলের শিকার হয় টিসুমা। এরপর ব্যাট হাতে রানের চাকা বাড়াতে থাকলেও একপর্যায়ে তাইজুলের স্পিনে নাঈমের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন চাকাভা। ব্যক্তিগত ৩০ রান করেন তিনি। ৬ রানে অপরাজিত থাকেন নিয়াউচি।

এর আগে টেস্টের প্রথম দিনে টসে জিতে ব্যাট করতে নেমে পুরো ৯০ ওভার খেলেছে জিম্বাবুয়ে। ৬ উইকেটে করেছে ২২৮ রান। দিনটা হয়তো স্বস্তি নিয়েই মাঠ ছাড়তে পারত সফরকারীরা। ভারপ্রাপ্ত অধিনায়ক ক্রেইগ আরভিন সেঞ্চুরি তুলে নিলেও তাকে দিনের শেষভাগে বিদায় দিয়েছেন নাঈম হাসান। ব্যাটিং বান্ধব উইকেটে এই অফ স্পিনারের দারুণ স্পিনেই জিম্বাবুয়ের প্রতিরোধ বেশি স্থায়ী হতে পারেনি। নাঈম প্রথম দিন নিয়েছেন ৪ উইকেট। দুই দিন মিলে রাহী নিয়েছেন ৪টি। আর দুটি নিয়েছেন তাইজুল।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে ১ম ইনিংস : (আগের দিন ২২৮/৬) ২৬৫ (১০৬.৩ ওভার); (মাসভাউরে ৬৪, কাসুজা ২, আরভিন ১০৭, টেইলর ১০, রাজা ১৮, মারুমা ৭, চাকাভা ৩০, তিরিপানো ৮, এনডিলোভু ০, টিসুমা ০ ও নিয়াউচি ৬*; ইবাদত ০/২৬, রাহী ৪/৭১, নাঈম ৪/৭০ ও তাইজুল ২/৯০)।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড